Tuesday, October 14, 2025

এক ঘণ্টার জন্য ডাউন থাকার পর পুনরায় সচল হল এলন মাস্কের স্টারলিঙ্ক ইন্টারনেট


ফাইল ছবিঃ স্পেনের বার্সেলোনায় ২৯ জুন, ২০২১ সালে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) এ স্ক্রিনের মাধ্যমে কথা বলছেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এবং টেসলা সিইও এলন মাস্ক। ছবি: রয়টার্স/নাচো ডোস (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

কয়েক ঘন্টা আগে সংক্ষিপ্তভাবে সেবা ব্যাহত হওয়ার পর এলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস স্টারলিঙ্ক সোমবার সকালেই পুনরায় সচল হয়েছে। ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সমস্যার কথা জানানো ব্যবহারকারীর সংখ্যা ১,০০০-এর নিচে নেমেছে, যা একসময় ৪৩,০০০ ছাড়িয়ে গিয়েছিল।

স্টারলিঙ্কের ওয়েবসাইট সকালে আউটেজের বিষয়টি জানিয়েছিল, তবে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ইউক্রেনের ড্রোন কমান্ডার রবার্ট ব্রোভদি জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৭:২৮ থেকে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ফ্রন্টলাইন জুড়ে এই আউটেজের প্রভাব পড়েছিল। অর্ধঘন্টা পরে পরিষেবা ধীরে ধীরে পুনরায় সচল হতে শুরু করে।

স্টারলিঙ্ক ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও কিছু ড্রোন অপারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে ৫০,০০০-এর বেশি স্টারলিঙ্ক টার্মিনাল ব্যবহার হচ্ছে। মাস্কের স্পেসএক্স পরিচালিত এই স্যাটেলাইট নেটওয়ার্ক দূরবর্তী এলাকা ও সংঘর্ষ অঞ্চলে ইন্টারনেট সেবার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন