- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দুর্নীতির অভিযোগে চার ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। চলতি মৌসুমের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অনৈতিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠী ও অভিষেক ঠাকুরীকে নিষিদ্ধ করা হয়েছে।
এসিএ সূত্রে জানা গেছে, অভিযোগ ওঠার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় রাজ্য পুলিশের অপরাধ শাখায় ওই চার ক্রিকেটারের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।
ক্রিকেটভিত্তিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, অভিযুক্তরা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আসামের কয়েকজন খেলোয়াড়কে প্রভাবিত করার চেষ্টা করেন এবং অনৈতিক কাজে উসকানি দেন বলে অভিযোগ রয়েছে।
এসিএর সেক্রেটারি সনাতন দাস বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি ফৌজদারি আইনের আওতায় নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।
উল্লেখ্য, চলতি বছরের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আসামের লিগ পর্বের ম্যাচগুলো ২৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত লখনউতে অনুষ্ঠিত হয়। তবে আসাম দল সুপার লিগে জায়গা করে নিতে ব্যর্থ হয়।
নিষেধাজ্ঞার মেয়াদকালে অভিযুক্ত চার ক্রিকেটার কোনো প্রাদেশিক টুর্নামেন্ট কিংবা এসিএ আয়োজিত ম্যাচে অংশ নিতে পারবেন না। শুধু খেলোয়াড় হিসেবে নয়, কোচিং, আম্পায়ারিং, ম্যাচ রেফারিংসহ ক্রিকেট–সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকেও তাদের বিরত থাকতে হবে।
এই ঘটনায় আসাম ক্রিকেট মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এসিএ আরও কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।