- ১১ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
আফ্রিকা কাপ অব নেশনসে দুর্দান্ত ফর্মে আছেন ব্রাহিম দিয়াজ। কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনের বিপক্ষে গোল করে নিজের ধারাবাহিকতা ধরে রাখলেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। তার নৈপুণ্যে ২-০ ব্যবধানে জয় পেয়ে দীর্ঘ বিরতির পর টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো।
এই গোলের মাধ্যমে আফ্রিকা কাপের ইতিহাসে মরক্কোর জার্সিতে প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন দিয়াজ। তার পারফরম্যান্সে ২০০৪ সালের পর প্রথমবার শেষ চার নিশ্চিত করল উত্তর আফ্রিকার দলটি।
রাবাতে অনুষ্ঠিত ম্যাচে ২৬ মিনিটে মরক্কোকে এগিয়ে দেন দিয়াজ। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার ইসমাইল সাইবারি। পুরো ম্যাচে মরক্কো মাত্র তিনটি শট লক্ষ্যে রাখলেও এর দুটিই গোল হিসেবে আদায় করে নেয়।
ক্যামেরুন দ্বিতীয়ার্ধে একবার পেনাল্টির আবেদন জানালেও রেফারি তা মেনে নেননি। মরক্কোর ডি-বক্সে ব্রায়ান এমবেউমোর সঙ্গে সংঘর্ষ হলেও খেলা চালু রাখার সিদ্ধান্ত দেন তিনি। পাঁচবারের আফ্রিকা চ্যাম্পিয়ন ক্যামেরুন পুরো ম্যাচে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুকে উল্লেখযোগ্যভাবে পরীক্ষায় ফেলতে পারেনি।
তবে জয় সত্ত্বেও কিছুটা উদ্বেগে পড়েন মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুই। ম্যাচের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ম্যাচসেরা ব্রাহিম দিয়াজকে।
চলমান টুর্নামেন্টে এখন পর্যন্ত ওপেন প্লে থেকে কোনো গোল হজম করেনি মরক্কো। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে আলজেরিয়া ও নাইজেরিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলের।
অন্যদিকে, তাঞ্জিয়ারে অনুষ্ঠিত আরেক কোয়ার্টার ফাইনালে মালিকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে সেনেগাল। ম্যাচের ২৭ মিনিটে গোলকিপারের ভুল কাজে লাগিয়ে একমাত্র গোলটি করেন ইলিমান এনদিয়ায়ে। প্রথমার্ধের যোগ করা সময়ে অধিনায়ক ইয়েভেস বিসোউমা লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মালি।
এদিকে আজ রাতে আগাদিরে শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টের মুখোমুখি হবে মিসর। ওই ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে সেনেগাল।