- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ভারত সফরের শেষ পর্বে রাজধানী দিল্লিতে আবেগঘন ও স্মরণীয় সময় কাটিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি। অরুণ জেটলি স্টেডিয়ামে ভক্তদের ভালোবাসা ও সম্মান গ্রহণের পর সোমবার (১৫ ডিসেম্বর) রাতেই তিনি ভারত ত্যাগ করেন।
বিকেলে স্টেডিয়ামে প্রবেশ করে মেসি মাঠ ঘুরে দর্শকদের অভিবাদনের জবাব দেন। গ্যালারিজুড়ে তখন নীল-সাদা জার্সি, ১০ নম্বর আর একটাই স্লোগান—‘মেসি, মেসি’। পরে তিনি একটি সেলিব্রেটি ম্যাচ উপভোগ করেন এবং সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলের সঙ্গে দর্শকদের দিকে বল ছুড়ে দেন। মিনার্ভা অ্যাকাডেমির ফুটবলারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং শিশুদের সঙ্গে কিছুক্ষণ বল পায়ে সময় কাটান এই সুপারস্টার।
অনুষ্ঠানের এক পর্যায়ে মেসির হাতে বিশেষ উপহার তুলে দেন আইসিসি প্রধান জয় শাহ। টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের স্বাক্ষর করা ব্যাট ও জার্সির পাশাপাশি তাকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আমন্ত্রণপত্র দেওয়া হয়। মেসির জন্য ১০ নম্বর, সুয়ারেজের জন্য ৯ এবং ডি পলের জন্য ৭ নম্বর জার্সিও প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে মাইক্রোফোন হাতে নিয়ে মেসি ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ভারতের মানুষ যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছে, তা তার জন্য অসাধারণ অভিজ্ঞতা। এই কয়েক দিন তার কাছে বিশেষ হয়ে থাকবে বলেও জানান তিনি। আবার ভারতে ফিরে আসার আশ্বাস দিয়ে মেসি বলেন, সুযোগ পেলে ম্যাচ খেলতে বা অন্য কোনো কারণে তিনি অবশ্যই আবার আসবেন।
দিল্লির এই উষ্ণ বিদায়ের মধ্য দিয়েই ভারত সফরের ইতি টানলেন বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকা।