Tuesday, October 14, 2025

দেশে প্রথম বাণিজ্যিকভাবে ৫জি সেবা চালু করল রবি


ছবিঃ সংগৃহীত


আসিফ মাহমুদ ,স্টাফ রিপোর্টার

বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে পঞ্চম প্রজন্মের (ফাইভজি) মোবাইল সেবা চালু করেছে মোবাইল অপারেটর রবি। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের নির্দিষ্ট কিছু এলাকায় এই সেবা পাওয়া যাবে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীতে রবির করপোরেট অফিসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানান।

তিনি বলেন, “দেশে প্রথম বাণিজ্যিকভাবে ফাইভজি সেবা চালু করেছে রবি। তবে শুধু প্রযুক্তি চালু করলেই হবে না, গ্রাহক যাতে মানসম্মত ৫জি সেবা পান তা নিশ্চিত করতে হবে।”

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, গ্রাহকরা ফোরজির বর্তমান মূল্যেই ৫জি ডেটা প্যাক ব্যবহার করতে পারবেন। এতে প্রযুক্তির সহজলভ্যতা বাড়বে এবং গ্রাহকরা দ্রুতগতির ইন্টারনেট অভিজ্ঞতা লাভ করবেন।

রবি কর্তৃপক্ষ জানায়, ধাপে ধাপে দেশের অন্যান্য এলাকায়ও ৫জি সেবা চালু করা হবে। প্রতিষ্ঠানটির আশা, নতুন এই প্রযুক্তি দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়ন ও শিল্পখাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ৫জি চালু হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ নতুন এক প্রযুক্তি যুগে প্রবেশ করল, যা ইন্টারনেট অব থিংস, স্মার্ট সিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক সেবার পথ সুগম করবে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন