- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্ট: PNN
২০২৬ ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল পর্তুগাল। রোববার আর্মেনিয়ার বিপক্ষে ৯–১ গোলের দাপুটে জয় এনে দিল দলকে গ্রুপ–এফ–এ শীর্ষস্থান। একই দিনে ইতালিকে ৪–১ গোলে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে নরওয়ে, যেখানে জোড়া গোল করে আলোচনায় আর্লিং হাল্যান্ড
হাঙ্গেরি ও আয়ারল্যান্ডের বিপক্ষে হোঁচট খাওয়ার পর পর্তুগাল অবশেষে নিজেদের ছন্দে ফিরল। নিষিদ্ধ থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতিতেও মাঝমাঠের দুই তারকা ব্রুনো ফের্নান্দেজ ও জোয়াও নেভেস জ্বলে উঠলেন হ্যাটট্রিকে।
এ ছাড়া গোল করেন রেনাতো ভেইগা, গনসালো রামোস ও ফ্রান্সিসকো কনসেইসাও।
ম্যাচ শেষে নেভেস বলেন, “ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয়টাই গুরুত্বপূর্ণ। প্রথম গোলসহ তিনটি গোল করতে পেরে অবশ্যই আনন্দিত।”
এই নিয়ে টানা সপ্তম বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইউরো ২০১৬–এর চ্যাম্পিয়নরা।
রোনালদো সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমরা বিশ্বকাপে! সামনে এগিয়ে চলো, পর্তুগাল!”
তবে তাঁর নিষেধাজ্ঞা বাড়ানো হলে টুর্নামেন্টের শুরুতে তাকে পাওয়া নাও যেতে পারে।
হাঙ্গেরির মাঠে আয়ারল্যান্ড পেয়েছে শেষ মুহূর্তের নাটকীয় জয়। ৯৬ মিনিটে ট্রয় পাররটের হ্যাটট্রিক গোলে ৩–২ ব্যবধানে জিতে তারা নিশ্চিত করে প্লে–অফ স্পট। তরুণ এই স্ট্রাইকারের এটি সপ্তাহের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক।
মিলানের সান সিরোতে ইতালির বিপক্ষে নরওয়েকে প্রথম হতে হলে দরকার ছিল অদ্ভুত রকমের গোল ব্যবধান। ইতালি ম্যাচের শুরুতে আশার আলো দেখালেও শেষ পর্যন্ত নরওয়ের শক্তির সামনে ভেঙে পড়ল।
৬০ মিনিটের পরেই হালান্দের ৬০ সেকেন্ডে দুই গোল ম্যাচের গতিপথ পুরো বদলে দেয়। শেষদিকে ইয়রগেন লার্সেন আরও একটি গোল করে ৪–১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।
হালান্দ বলেন, “চাপ ছিল অনেক, কিন্তু আমরা পেরেছি। অনুভূতিটা অবিশ্বাস্য।”
অধিনায়ক ওডেগার্ড যোগ করেন, “এটা পুরো দেশটার জন্য অনন্য মুহূর্ত।”