Friday, December 5, 2025

রাশিয়ার হামলার চাপের মধ্যে ইউক্রেনকে ১০০টি রাফালে দিয়ে বড় সহায়তার ঘোষণা ফ্রান্সের


ছবিঃ ন্যাটোর টহল মিশনের অংশ হিসেবে ফরাসি বিমানবাহিনীর একটি রাফালে এফ–৪ যুদ্ধবিমান বাল্টিক সাগরের আকাশে উড়ে যাচ্ছে। (সংগৃহীত । বিবিসি নিউজ)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ফ্রান্সের কাছ থেকে সর্বাধুনিক রাফালে এফ-৪ যুদ্ধবিমান এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে কিয়েভ। মোট ১০০টি রাফালে সরবরাহের পরিকল্পনাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন “ঐতিহাসিক সিদ্ধান্ত”।

ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে একটি বিমানঘাঁটিতে সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ বিবৃতিতে জেলেনস্কি বলেন, এই চুক্তিটি আগামী বছর থেকে শুরু করে ১০ বছর মেয়াদি কৌশলগত সহযোগিতা হিসেবে কার্যকর হবে।

ফরাসি নির্মিত রাফালে এফ-৪ যুদ্ধবিমানের সম্পূর্ণ সরবরাহ ২০৩৫ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি এ বছরই ইউক্রেন–ফ্রান্স যৌথভাবে অবরোধকারী ড্রোন তৈরির কাজ শুরু করবে। যদিও আর্থিক কাঠামো চূড়ান্ত হয়নি, ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের সহায়তা এবং রাশিয়ার হিমায়িত সম্পদ ব্যবহারের পথও বিবেচনা করছে যা নিয়ে ইইউর সদস্য রাষ্ট্রগুলো বিভক্ত।

জেলেনস্কি জানান, ইউক্রেন আরও পাচ্ছে  শক্তিশালী ফরাসি রাডার, আটটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য আধুনিক অস্ত্র

তার ভাষায়, এসব ব্যবস্থা “জীবন বাঁচানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

গত কয়েক মাসে রাশিয়া ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র, রেল যোগাযোগসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ভয়াবহ ক্ষতি করেছে। ফলে দেশজুড়ে ব্যাপক লোডশেডিং দেখা দিয়েছে। সর্বশেষ রাতে খারকিভের বালাকলিয়া শহরে এক হামলায় তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

ম্যাক্রোঁ বলেন, “১০০ রাফালে এটা বিশাল। ইউক্রেনের সেনাবাহিনী পুনর্গঠনে এটি প্রয়োজন ছিল।”

ইউক্রেনীয় প্রতিরক্ষা বিশ্লেষক সের্হি কুঝান বলেন, রাশিয়া প্রতি মাসে ৬,০০০ গ্লাইড বোমা ব্যবহার করছে। ফরাসি তৈরি ২০০ কিলোমিটার রেঞ্জের আকাশ–আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনকে বড় সুবিধা দেবে।

তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেনঃ বিষয়টি দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্রতিশ্রুতি, তাৎক্ষণিক সামরিক পরিবর্তন নয়, যুদ্ধবিমান ব্যবহারে ব্যাপক প্রশিক্ষণ, লজিস্টিকস এবং যন্ত্রাংশ প্রয়োজন, অর্থায়নের ব্যবস্থা এখনো স্পষ্ট নয়

ইইউ–এর গোপন আলোচনায় স্বীকার করা হচ্ছে, ইউক্রেন সহায়তার তহবিল দ্রুত ফুরিয়ে আসছে। অনেক দেশ রাশিয়ার ১৪০ বিলিয়ন ইউরোর হিমায়িত সম্পদ ব্যবহারে এখনো দ্বিধায়।

ইউক্রেন ইতোমধ্যে ফরাসি মিরাজ, মার্কিন এফ-১৬ এবং সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান গ্রহণে অগ্রগতি দেখিয়েছে। ফ্রান্স সফর শেষে জেলেনস্কি স্পেনের উদ্দেশে রওনা হবেন আরও সামরিক সহায়তার অনুরোধ করতে। এর আগে গ্রিসের সঙ্গে গুরুত্বপূর্ণ গ্যাস চুক্তিও করেছেন তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে। বর্তমানে মস্কো ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূভাগ নিয়ন্ত্রণ করছে। ধীরগতিতে হলেও রুশ বাহিনী সামনের সারিতে অগ্রসর হচ্ছে যদিও এতে তাদের ব্যাপক হতাহতের খবর রয়েছে।

ফ্রান্সের এই নতুন অস্ত্র সহায়তা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি যোগ করবে এবং রাশিয়ার দীর্ঘ-পাল্লার হামলা মোকাবিলায় নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন