- ১৩ অক্টোবর, ২০২৫
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের পর আচরণবিধি ভাঙার দায়ে রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে, অ্যান্টনিও রুডিগার এবং দানি সেবায়োসকে জরিমানা ও এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। দুই লেগ মিলিয়ে ২-২ গোলের সমতার পর টাইব্রেকারে অ্যাতলেটিকোর হুলিয়ান আলভারেজ ও মার্কাস ইয়োরেন্তে গোল করতে ব্যর্থ হন। রিয়ালের পক্ষে লুকাস ভাসকেস চতুর্থ শট মিস করলেও, অ্যান্টনিও রুডিগারের শেষ শট জালে জড়িয়ে রিয়ালের জয় নিশ্চিত হয়।
নগর প্রতিদ্বন্দ্বীদের হারানোর পর রিয়ালের খেলোয়াড়রা বুনো উল্লাসে মেতে ওঠেন। বিশেষ করে রুডিগার অ্যাতলেটিকোর সমর্থকদের উদ্দেশ্য করে যে বিতর্কিত উদযাপন করেন, তাতে দানি সেবায়োস, কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিউস জুনিয়রও যোগ দেন। রেফারি এই উদযাপনকে ভালোভাবে নেননি, ফলে এই চার তারকা নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়েন।
অবশেষে কাদেনা এসইআর জানিয়েছে, এই বিতর্কিত উদযাপনের জন্য রিয়ালের তিন তারকা রুডিগার, সেবায়োস এবং এমবাপ্পেকে আর্থিক জরিমানার পাশাপাশি এক ম্যাচের জন্য স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা।
কিলিয়ান এমবাপ্পেকে ৩০ হাজার ইউরো (৪৩ লাখ টাকা) জরিমানা।
অ্যান্টনিও রুডিগারকে ৪০ হাজার ইউরো (৫৭ লাখ ৩৭ হাজার টাকা) জরিমানা।
দানি সেবায়োসকে ২০ হাজার ইউরো (২৮ লাখ ৬৯ হাজার টাকা) জরিমানা।
টাইব্রেকারে রিয়ালের নাটকীয় জয়ের পর উদযাপন ও অঙ্গভঙ্গীর জন্য এই তিন মাদ্রিদ তারকাকে এই জরিমানা গুণতে হচ্ছে।
রুডিগারের স্পটকিকে রিয়ালের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর খেলোয়াড়রা তাদের সমর্থকদের দিকে ছুটে যান। এ সময় অ্যাতলেটিকোর সমর্থকরা তাদের উদ্দেশ্য করে নানা রকম দ্রব্য ছুড়তে থাকে। লস রোজিব্লাঙ্কোরা (অ্যাতলেটিকো) রিয়ালের খেলোয়াড়দের বিরুদ্ধে মাঠের দর্শকদের উত্তেজিত করার অভিযোগ আনে। অন্যদিকে রিয়াল অভিযোগ করে, অ্যাতলেটিকো সমর্থকরা তাদের খেলোয়াড়দের প্রতি আক্রমণাত্মক ছিল এবং স্ট্যান্ড থেকে মিসাইল ছুড়েছে।
তবে, ভিনিসিউস জুনিয়র রিয়ালের ১৫টি ট্রফি এবং অ্যাতলেটিকোর একটিও না থাকার ইঙ্গিত দেখিয়েও শাস্তির হাত থেকে বেঁচে গেছেন। উয়েফার মতে, তার প্রতিক্রিয়া সতর্ক করার মতো আগ্রাসী ছিল না।
রুডিগার, এমবাপ্পে ও সেবায়োসকে দেওয়া এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞার অর্থ হলো, তারা যদি একই ধরনের কাজ পুনরায় করেন, তাহলে এই নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এর বাইরে, রিয়ালের একজন সমর্থক নাৎসি স্যালুট দেওয়ায় ক্লাবটিকে ১৫ হাজার ইউরো (২১ লাখ ৫১ হাজার টাকা) জরিমানা করে সতর্ক করা হয়েছে। একই ধরনের ঘটনা পুনর্বার ঘটলে রিয়ালকে উয়েফার প্রতিযোগিতায় টিকিট বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল বুধবার (৯ জুলাই) মেটলাইফ স্টেডিয়ামে শাবি আলনসোর শিষ্যরা পিএসজির মুখোমুখি হবে।