Friday, December 5, 2025

চ্যাম্পিয়ন্স লিগে ১০ জনের বার্সেলোনাকে ৩-০ গোলে উড়িয়ে দিল চেলসি


ছবি: গোলদাতা এস্তেভোঁকে ঘিরে সতীর্থদের উল্লাস। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চেলসি দারুণ এক জয় তুলে নিয়েছে, যেখানে তারা ১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনাকে ৩-০ গোলে পরাজিত করেছে। এন্টসো মারেস্কার পরিচালিত চেলসি দল ম্যাচের শুরু থেকেই দাপট দেখায়।

ম্যাচের শুরুতেই, চতুর্থ মিনিটে চেলসি এগিয়ে যেতে পারলেও এন্সো ফের্নান্দেসের গোলটি হ্যান্ডবলের কারণে বাতিল হয়। এরপর ষষ্ঠ মিনিটে ফেররান তেরেস বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও অবিশ্বাস্যভাবে বাইরে মারেন।

২৭তম মিনিটে ভাগ্যের ছোঁয়ায় চেলসি এগিয়ে যায়। মার্ক কুকুরেইয়ারের কাট-ব্যাকে ফেররান তেরেসের ফ্লিক ডিফেন্ডার জুল কুন্দের পায়ে লেগে জালে যায়, যা আত্মঘাতী গোল হিসেবে গণ্য হয়। ৪৪তম মিনিটে বার্সেলোনার অধিনায়ক ও ডিফেন্ডার রোনাল্দ আরাউহো দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়েন, যার ফলে বার্সেলোনা দশ জনের দলে পরিণত হয়।

দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিট পর চেলসি আরও একবার গোল করার সুযোগ পায়, কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে পাঁচ মিনিট পর এস্তেভোঁ দুর্দান্ত একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৭৩তম মিনিটে লিয়াম ডেলাপ গোল করে স্কোরলাইন ৩-০ করেন।

চেলসির এই জয়ের ফলে প্রাথমিক পর্বে তারা পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে। অন্যদিকে, সমান ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া বার্সেলোনা ৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে নেমে গেছে।

এদিকে, চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান শীর্ষ তিনে রয়েছে। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক ম্যাচের সময় দুটি পরিবর্তন আনে, কিন্তু দলের ভাগ্য পাল্টাতে পারেননি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন