- ১৩ অক্টোবর, ২০২৫
আসন্ন ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে স্বস্তির খবর পেয়েছে বার্সেলোনা। আচরণবিধি লঙ্ঘনের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন প্রধান কোচ হ্যান্সি ফ্লিক এবং সহকারী কোচ মার্কাস সর্গ।
ফলে আগামী ১৯ সেপ্টেম্বর নিউক্যাসলের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দুজনকেই ডাগআউটে দেখা যাবে।
গত মৌসুমে ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালে ৪-৩ গোলে হেরে যাওয়ার পর রেফারির বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানানোয় উয়েফা ফ্লিক ও সর্গকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল। পাশাপাশি ফ্লিককে ২০ হাজার ইউরো এবং সর্গকে ৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল। তবে ক্লাবের আপিলের পর নিষেধাজ্ঞাটি এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। অর্থাৎ, একই ধরনের অপরাধ করলে এক বছরের মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর হবে, কিন্তু আর্থিক জরিমানা দিতে হবে।
কোচদের পাশাপাশি দলের দুই তারকা লামিন ইয়ামাল ও রবার্ট লেভানডফস্কিও অ্যান্টি-ডোপিং কর্মকর্তার নির্দেশ না মানায় প্রত্যেকে ৫ হাজার ইউরো করে জরিমানা পেয়েছেন।
সমর্থকদের অপ্রয়োজনীয় আচরণের জন্যও কাতালান ক্লাবকে জরিমানা গুনতে হচ্ছে। মাঠে বস্তু নিক্ষেপের কারণে ৫ হাজার ২৫০ ইউরো এবং আতশবাজি ব্যবহারের কারণে ২ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয়েছে। সমষ্টিতে সমর্থকদের কারণে বার্সেলোনাকে ৭,৭৫০ ইউরো জরিমানা গুনতে হবে।
বার্সেলোনা এখন চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচের দিকে মনোযোগ দিয়ে প্রস্তুতি নিচ্ছে, যেখানে ফ্লিক ও সর্গ পূর্ণ শক্তি নিয়ে দলের সঙ্গে থাকবেন।