Friday, December 5, 2025

এশিয়া কাপ ১৭তম আসর: টাইগারদের দ্বিতীয় ম্যাচ আজ, উত্তেজনার ঘূর্ণিঝড়


ফাইল ছবিঃ বাংলাদেশ ক্রিকেট দল ও শ্রীলঙ্কার ক্রিকেট দল (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বাংলাদেশ ক্রিকেট দল ইতোমধ্যে হংকংকে হারিয়ে এশিয়া কাপের ১৭তম আসরে দারুণ সূচনা করেছে। শনিবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগাররা মুখোমুখি হবে শ্রীলঙ্কার। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লড়াই সবসময়ই সমর্থকদের জন্য উত্তেজনার কেন্দ্রবিন্দু। পরিসংখ্যানে শ্রীলঙ্কা সামান্য এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স বেশ ভালো দেখা গেছে।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুই দল ২০ বার মুখোমুখি হয়েছে। শ্রীলঙ্কা ১২টি জয় পেয়েছে, বাংলাদেশ জিতেছে ৮টি ম্যাচ। ব্যক্তিগত সর্বোচ্চ রানের দিকে তাকালে বাংলাদেশের মাহমুদউল্লাহ ৩৬৮ রান করে দলকে নেতৃত্ব দিয়েছেন, শ্রীলঙ্কার কুশাল মেন্ডিসের রান ৫২৯।

সাব্বির বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেছেন, আর মেন্ডিসের ব্যক্তিগত সর্বোচ্চ ৮৬। সর্বোচ্চ ছক্কা হাঁকানোর দিক দিয়ে মাহমুদউল্লাহ করেছেন ১৫টি, মেন্ডিস ২৮টি।

শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ চারটিতেই জয় পেয়েছে, শ্রীলঙ্কা জয় পেয়েছে মাত্র দুইটিতে। তাই পরিসংখ্যানে লঙ্কানরা সামান্য এগিয়ে থাকলেও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় কোনো দলকেই পরিষ্কারভাবে এগিয়ে রাখা যাচ্ছে না।

আজকের ম্যাচে টাইগারদের লক্ষ্য সুপার ফোরে এক ধাপ এগিয়ে যাওয়া।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন