Tuesday, October 14, 2025

চলে গেলেন রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান


ফাইল ছবি: হাল্ক হোগান (সংগৃহীত)

বিশ্বব্যাপী কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি রেসলার হাল্ক হোগান। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ৭১ বছর বয়সে মারা যান তিনি। তাঁর মৃত্যু নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (WWE)।

WWE এক বিবৃতিতে জানায়, “হাল্ক হোগানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ১৯৮০-এর দশকে তিনি WWE-কে বৈশ্বিক মঞ্চে তুলে ধরতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন।”

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ক্লিয়ারওয়াটার পুলিশ জানিয়েছে, হোগানের বাসায় হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর পেয়ে জরুরি সেবাদাতা দল দ্রুত তাকে মর্টন প্লান্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

১৯৮০-এর দশকের 'গোল্ডেন এরা' বা সোনালি যুগে হাল্ক হোগান ছিলেন WWE-এর পোস্টারবয়। তাঁর বিখ্যাত সংলাপ “Say your prayers and eat your vitamins” এবং তাঁর “২৪ ইঞ্চি পাইথন” বাহুর গল্প তাঁকে ঘরে ঘরে জনপ্রিয় করে তোলে।

টেলিভিশন, সিনেমা ও বিজ্ঞাপনেও তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন, যার মাধ্যমে রেসলিং পৌঁছে যায় মূলধারার বিনোদনের কাতারে।

তবে হাল্ক হোগানের ক্যারিয়ার শুধুই গৌরবে মোড়া ছিল না। ২০১৫ সালে একটি ভিডিও ফাঁস হলে, যেখানে তাকে বর্ণবাদমূলক মন্তব্য করতে শোনা যায়, ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। এর ফলে WWE সাময়িকভাবে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

এছাড়া একটি ব্যক্তিগত ভিডিও ফাঁস সংক্রান্ত মামলায় তিনি গকার মিডিয়ার বিরুদ্ধে ১১ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ পান, যা শেষ পর্যন্ত ওই মিডিয়া প্রতিষ্ঠানের পতনের কারণ হয়।

সব বিতর্কের ঊর্ধ্বে উঠে হাল্ক হোগান স্মরণীয় হয়ে থাকবেন একজন রেসলিং কিংবদন্তি হিসেবে। তাঁর ক্যারিশমা, দৃপ্ত উপস্থিতি এবং বিশাল ব্যক্তিত্ব পেশাদার কুস্তির জগতকে যে রূপ দিয়েছে, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

হাল্ক হোগান ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণাতেও একসময় অংশ নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে ভক্ত, সহকর্মী এবং নানা স্তরের মানুষ সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন।

বিশ্বের কোটি ভক্তের মনে গেঁথে থাকা এই রেসলিং আইকনের বিদায়ে শেষ হলো এক অধ্যায়। তবে হাল্ক হোগানের নাম রয়ে যাবে ইতিহাসের পাতায় এবং ভক্তদের হৃদয়ে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন