Tuesday, January 13, 2026

বয়স শুধু সংখ্যা, রেকর্ডের পেছনে ছুটছেন রোনালদো


ছবিঃ রোনালদো (সংগৃহীত)

ফুটবল বিশ্বে এমন কিছু নাম আছে, যাদের সঙ্গে সময়ও যেন প্রতিযোগিতায় হেরে যায়। ক্রিশ্চিয়ানো রোনালদো ঠিক তেমনই একজন। চার দশকের কাছাকাছি বয়সে এসে যেখানে অধিকাংশ ফুটবলার অবসর ভাবনায় মগ্ন, সেখানে পর্তুগালের এই মহাতারকা মাঠে নেমেই নতুন নতুন ইতিহাস রচনা করে চলেছেন। সামনে ২০২৬ বিশ্বকাপ, তার আগেই রোনালদোর সামনে খুলে যাচ্ছে একের পর এক অবিশ্বাস্য রেকর্ডের দুয়ার।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন রোনালদো। তার ক্যারিয়ারের অফিশিয়াল গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৫৮-এ। অর্থাৎ, ফুটবল ইতিহাসের বহুল আলোচিত এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র ৪২টি গোল। এখন পর্যন্ত কোনো ফুটবলার অফিশিয়াল ম্যাচে চার অঙ্কের গোলের এই সীমা অতিক্রম করতে পারেননি। রোনালদোর বর্তমান ফিটনেস ও ধারাবাহিকতা বজায় থাকলে, আগামী এক-দুই মৌসুমের মধ্যেই সেই অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারেন তিনি।

সম্প্রতি এক আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে নিজের লক্ষ্য নিয়ে কথা বলতে গিয়ে রোনালদো বলেন, তিনি এখনো ভেতরে প্রচণ্ড ক্ষুধা অনুভব করেন। ট্রফি জেতা ও ব্যক্তিগত মাইলফলক—দুটিই তাকে প্রতিদিন অনুপ্রাণিত করে মাঠে নামতে।

ক্লাব ফুটবলেও অপেক্ষা করছে বিশেষ অর্জন। ইংল্যান্ড, স্পেন ও ইতালির শীর্ষ লিগ জেতা রোনালদোর ক্যারিয়ারে এখনো সৌদি প্রো লিগের শিরোপা যোগ হয়নি। আল-নাসরের হয়ে যদি এই লিগ জিততে পারেন, তবে চারটি ভিন্ন দেশে লিগ শিরোপা জয়ের তালিকায় উঠে আসবেন তিনি—যেখানে ইতোমধ্যে রয়েছেন ইব্রাহিমোভিচ ও বেকহ্যামের মতো কিংবদন্তিরা।

আন্তর্জাতিক ফুটবলেও রোনালদোর রেকর্ডযাত্রা থামার কোনো লক্ষণ নেই। ২০২৬ বিশ্বকাপে একটি মাত্র গোল করলেও তিনি হয়ে যাবেন ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি ছয়টি আলাদা বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন। ২০০৬ সাল থেকে প্রতিটি বিশ্বকাপেই গোল পেয়েছেন তিনি, যা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

পেনাল্টি থেকে গোল করার ক্ষেত্রেও রোনালদো অনন্য। ইতোমধ্যে ১৮০টি পেনাল্টি গোল করে তিনি এই বিভাগে ইতিহাসের সেরা। সামনে সুযোগ রয়েছে ২০০ পেনাল্টি গোলের বিরল রেকর্ড ছোঁয়ারও। পাশাপাশি আল-নাসরের ইতিহাসে সর্বোচ্চ গোল করা বিদেশি ফুটবলার হতে তার দরকার মাত্র কয়েকটি গোল।

আরেকটি বিস্ময়কর তথ্য হলো—৩০ বছর বয়স পার করার পর সবচেয়ে বেশি গোল করা ফুটবলার এখন রোনালদোই। তিরিশের পর তার গোলসংখ্যা প্রায় ৫০০ ছুঁইছুঁই, যা আধুনিক ফুটবলে প্রায় কল্পনার বাইরে।

সব মিলিয়ে বলা যায়, বয়সকে পেছনে ফেলে ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো লিখে চলেছেন ফুটবলের একের পর এক নতুন অধ্যায়। সামনে কী কী রেকর্ড অপেক্ষা করছে, সেটাই এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় কৌতূহল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন