Monday, January 19, 2026

ব্রুনেইকে ৮-০ গোলে উড়িয়ে টানা দ্বিতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দল


ছবিঃ বড় ব্যবধানে জয়ের আনন্দ বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলের খেলোয়াড়দের (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে দারুণ ছন্দে চলছে বাংলাদেশ দল। আজ চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে ব্রুনেইকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে লাল–সবুজের যুবারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ফলে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় দলটি। বিরতির পরও একই ধারায় খেলেছে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে বিশাল জয় নিশ্চিত করে তারা।

বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন রিফাত কাজী ও অপু রহমান। পাশাপাশি এক গোল করে দলের স্কোরলাইনে নাম লেখান মোহাম্মদ মানিক, আলিফ রহমান, নাজমুল হুদা ও বায়েজিদ বোস্তামি।

দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ। আগামী বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে দলটি। ছয় দলের এ গ্রুপে বাংলাদেশের শেষ দুই প্রতিপক্ষ হবে বাহরাইন ও স্বাগতিক চীন।

১৬ দল নিয়ে হবে আগামী বছরের মে মাসে সৌদি আরবে মূল পর্ব। এরই মধ্যে ৯টি দল জায়গা নিশ্চিত করলেও বাকি ৭ দল নির্ধারিত হবে এ বাছাইপর্ব থেকে। অনূর্ধ্ব-১৭ পর্যায়ে বাংলাদেশ এর আগে দুবার ও অনূর্ধ্ব-১৬ পর্যায়ে চারবার মূল পর্বে খেলেছে, তবে কোনোবারই গ্রুপপর্ব পেরোতে পারেনি।

এবার তাই ইতিহাস গড়ার আশায় স্বপ্ন দেখছে অনূর্ধ্ব-১৭ দল—টানা পারফরম্যান্স ধরে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নেওয়া মূল মঞ্চে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন