- ১৩ অক্টোবর, ২০২৫
ঢাকা, ২০ জুলাই:
একদিকে শীর্ষ প্রতিপক্ষ পাকিস্তান, অন্যদিকে ব্যাটে-বলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সব মিলিয়ে বাংলাদেশ দলের জন্য এই টি-টোয়েন্টি সিরিজটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি উদ্বেগও তৈরি করছে আবহাওয়া। আজ সন্ধ্যায় শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে উদ্বোধনী ম্যাচের দিনই বৃষ্টির পূর্বাভাস নতুন করে শঙ্কার জন্ম দিয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ (রবিবার) সন্ধ্যা ৬টায় প্রথম ম্যাচ মাঠে গড়ানোর কথা রয়েছে। এর আগেও গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে এক বলও মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে। সেই ধারাবাহিকতায় এবারও শঙ্কা দেখা দিয়েছে—আবারও কি খেলা ভেসে যাবে বেরসিক বৃষ্টিতে?
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আন্তর্জাতিক আবহাওয়া সাইট AccuWeather-এর তথ্যমতে, ঢাকায় দুপুর ১২টা, বিকেল ৪টা ও ৫টার সময় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যার সময়টিও বৃষ্টির আওতায় থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
তবে আশার কথা, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক উন্নত। ফলে সাময়িক বৃষ্টি হলেও দ্রুত খেলার উপযোগী করে তোলা সম্ভব। কিন্তু যদি সন্ধ্যার সময়ও বৃষ্টি অব্যাহত থাকে, তবে ম্যাচে বিঘ্ন ঘটবে নিশ্চিত।
গত মে-জুনে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ (৩-০) হয়ে ফিরেছিল টাইগাররা। এবার ঘরের মাঠে বদলা নেয়ার সুযোগ। পাকিস্তান দলও চায় সিরিজ জয়ের ধারা ধরে রাখতে। দুই দলই গত কয়েক দিন ধরে মিরপুরে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে। এখন অপেক্ষা শুধুই মাঠের লড়াইয়ের।
প্রথম ম্যাচের পর সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে—২২ ও ২৪ জুলাই।
টিকিট ও সম্প্রচার
সিরিজের সব ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। পূর্ব গ্যালারিতে সর্বনিম্ন টিকিট মূল্য ৩০০ টাকা এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জের সর্বোচ্চ টিকিট মূল্য ৩৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
যারা মাঠে যেতে পারবেন না, তারা সরাসরি খেলা উপভোগ করতে পারবেন টেলিভিশনে ও মোবাইল অ্যাপে। টি–স্পোর্টস এবং নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে সবগুলো ম্যাচ। পাশাপাশি টি স্পোর্টস, টফি অ্যাপে এবং ট্যাপম্যাড অ্যাপেও পাওয়া যাবে লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা।