Friday, December 5, 2025

বিশ্বকাপের প্রস্তুতি: সৌদি প্রো লিগে খেলার মেসির প্রস্তাব নাকচ সৌদি ক্রীড়ামন্ত্রণালয়ের


ছবি: লিওনেল মেসি। (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বিশ্বকাপের আগে নিজের ফিটনেস ধরে রাখার উদ্দেশ্যে স্বল্প মেয়াদে সৌদি প্রো লিগে খেলার প্রস্তাব দিয়েছিলেন লিওনেল মেসি। তবে সৌদি ক্রীড়ামন্ত্রণালয় তা প্রত্যাখ্যান করেছে।

বার্তা সংস্থা এএফপিকে সৌদি ফুটবলের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, মেসির এজেন্ট সৌদি প্রো লিগ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু ক্রীড়া মন্ত্রণালয় প্রস্তাবটি নাকচ করে দিয়েছে।

মেসির এই প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল বিশ্বকাপের আগে ফিটনেস বজায় রাখা। এমএলএসের নিয়মিত মৌসুম অক্টোবর মাসে শেষ হয় এবং নতুন মৌসুম শুরু হয় ফেব্রুয়ারিতে। এই সময়ে খেলে তিনি ফিটনেস ধরে রাখতে চেয়েছিলেন।

মাহদ স্পোর্টস একাডেমির প্রধান নির্বাহী আবদুল্লাহ হাম্মাদ এক পডকাস্টে বলেন, “ইন্টার মায়ামি যোগাযোগ করে জানিয়েছিল, মেসি চার মাসের বিরতির সময় সৌদি লিগে খেলে ফিটনেস বজায় রাখতে চান।” তবে সৌদি ক্রীড়ামন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, “অন্য কোনো টুর্নামেন্টের প্রস্তুতির মঞ্চ হিসেবে সৌদি লিগ ব্যবহার করা যাবে না।”

হাম্মাদ আরও উল্লেখ করেন, ২০১০ সালের বিশ্বকাপের আগে ডেভিড বেকহাম স্বল্প মেয়াদে এসি মিলানে খেলে ফিটনেস বজায় রেখেছিলেন। মেসির ক্ষেত্রেও অনুরূপ প্রস্তাব ছিল, কিন্তু সৌদি সরকার তা মঞ্জুর করেনি।

বার্সেলোনায় দুই দশক কাটানোর পর মেসি ২০২১ সালে পিএসজি-তে যোগ দেন। দুই বছর খেলার পর ২০২৩ সালে পিএসজি-র পরিবেশ তার জন্য কষ্টকর হয়ে ওঠে। সৌদি প্রস্তাবের বিপরীতে মেসি যুক্তরাষ্ট্রে চলে যান এবং ইন্টার মায়ামির জার্সিতে ২০২৩ সালের লিগস কাপ ও ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ড জিতে অনন্য সাফল্য অর্জন করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন