- ১৩ অক্টোবর, ২০২৫
আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুটি অ্যাওয়ে ম্যাচের জন্য ২৬ সদস্যের স্পেন দল ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। আগামী ৪ সেপ্টেম্বর বুলগেরিয়া এবং ৭ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে খেলবে লা রোহা।
ঘোষিত দলে সবচেয়ে বেশি খেলোয়াড় সরবরাহ করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবের সাতজন ফুটবলার জায়গা পেয়েছেন চূড়ান্ত স্কোয়াডে। গাভি, পেদ্রি, লামিনে ইয়ামাল, ফেরান তোরেস, দানি অলমো, ফারমিন লোপেজ ও কিশোর ডিফেন্ডার পাউ কুবারসি—এই সাতজনের কাঁধেই থাকবে আক্রমণ ও মাঝমাঠের বড় দায়িত্ব।
গোলরক্ষকদের মধ্যে আছেন উনাই সিমোন (অ্যাথলেটিক), ডেভিড রায়া (আর্সেনাল) ও আলেক্স রেমিরো (রিয়াল সোসিয়েদাদ)। ডিফেন্ডার হিসেবে দলে ডাক পেয়েছেন দানি কারভাহাল, রবিন লে নরমঁ, দীন হুইসেন, দানি ভিভিয়ান, কুকুরেয়া ও আলেক্স গ্রিমালদো।
তবে আবারও বাদ পড়েছেন গোলরক্ষক জোয়ান গার্সিয়া ও তরুণ লেফট-ব্যাক আলেহান্দ্রো বালদে। বিশেষ করে বালদে দীর্ঘদিন জাতীয় দলে অনুপস্থিত থাকায় তার আগামী বিশ্বকাপে খেলার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে।
স্পেনের ম্যানেজার দে লা ফুয়েন্তে সাধারণত নিজের পছন্দের খেলোয়াড়দের ওপর আস্থা রাখেন। তাই বিদ্যমান গোলরক্ষক ত্রয়ীকে টপকে গার্সিয়ার জায়গা পাওয়া আপাতত কঠিন বলেই মনে হচ্ছে।
এদিকে অভিজ্ঞ ফরোয়ার্ড আলভারো মোরাতা (কোমো), মিকেল ওয়ারজাবাল, নিকো উইলিয়ামস ও ইয়ারেমি পিনোর পাশাপাশি বার্সার তরুণ তারকারা আক্রমণভাগে বাড়তি মাত্রা যোগ করবেন বলে আশা করছে স্পেন শিবির।