- ২২ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
প্রায় এক মাস আগে শেষ হয়েছে এশিয়া কাপ ক্রিকেট, কিন্তু প্রতিযোগিতা শেষ হলেও বিতর্কের শেষ হয়নি। পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয়ের পরও এখনও পর্যন্ত ট্রফিটি বুঝে পায়নি ভারতীয় দল। জানা গেছে, সেই ট্রফি বর্তমানে সংরক্ষিত রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দপ্তরে।
ভারতের দাবি, চ্যাম্পিয়ন দলের প্রাপ্য ট্রফিটি দ্রুত মুম্বাইয়ে অবস্থিত ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) দপ্তরে পাঠানো উচিত। এ বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিসিসিআই।
নিয়ম অনুযায়ী, এসিসির সভাপতির হাত থেকেই চ্যাম্পিয়ন দলকে ট্রফি গ্রহণ করার কথা। কিন্তু ভারত আগেই জানিয়ে দিয়েছিল, তারা মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে রাজি নয়। অপরদিকে, নিজের অবস্থানে অনড় থাকেন নাকভি। সেখান থেকেই শুরু হয় নতুন বিতর্কের সূচনা।
‘ইন্ডিয়া টুডে’-এর এক প্রতিবেদনে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শাইকীয়া জানিয়েছেন, “আমরা এসিসি চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছি এবং অনুরোধ করেছি ট্রফিটি মুম্বাইয়ের বোর্ড দপ্তরে পাঠিয়ে দিতে। আমরা ধাপে ধাপে বিষয়টি এগিয়ে নিচ্ছি। যদি নাকভির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না আসে, তবে বিষয়টি আইসিসিকে জানিয়ে হস্তক্ষেপের আহ্বান জানাব।”
উল্লেখ্য, পুরো এশিয়া কাপজুড়েই ভারত ও পাকিস্তানের ম্যাচ ঘিরে নানা বিতর্কের সৃষ্টি হয়েছিল। প্রথম ম্যাচে টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। পরবর্তী ম্যাচগুলোতেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে অনুরূপ দূরত্ব লক্ষ্য করা যায়, যা প্রতিযোগিতার উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।