Friday, December 5, 2025

বিসিবির অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ, ক্রীড়া সাংবাদিকদের সম্মিলিত বয়কট


ফাইল ছবিঃ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বাংলাদেশের ক্রিকেটে টেস্ট অভিষেকের ২৫ বছর পেরিয়ে গেলেও বিকেন্দ্রীকরণ এবং সাংবাদিকদের সম্পৃক্ততায় বড় ধরনের অগ্রগতি ঘটেনি। সেই লক্ষ্যেই প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই দিনব্যাপী এই কনফারেন্সে দেশের আটটি বিভাগ ও ৬৪টি জেলার প্রায় ২৫০ জন কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি ও ক্রীড়া কর্মকর্তা অংশ নিয়েছিলেন।

উদ্বোধনী দিনের সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, কনফারেন্সের দ্বিতীয় দিন টেস্ট অভিষেকের ২৫ বছর উদযাপনের সময় ক্রীড়া সাংবাদিকদেরও কেক কেটে উৎসব উদযাপনে আমন্ত্রণ জানানো হবে। কিন্তু গতকাল বিকেলে ঢাকার একটি হোটেলে আয়োজন করা অনুষ্ঠানে ভিন্ন চিত্র দেখা গেল।

বিকাল ৪টায় ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে কেক কেটে উদযাপনের জন্য যে আমন্ত্রণ দেওয়া হয়েছিল, সেই সময় এক ঘণ্টা পেরিয়ে গেলেও সাংবাদিকরা কোনো তথ্য বা ব্রিফিং পাননি। সাংবাদিকদের গেটের বাইরে রেখেই ভেতরে কেক কাটেন বিসিবির কর্মকর্তারা।

এ ঘটনা প্রথম দিনের কনফারেন্সের সঙ্গে মিলিয়ে বোঝা যায় যে, বিসিবির কর্মকর্তারা সংবাদ সম্মেলনের সময়মতো উপস্থিত ছিলেন না; প্রথম দিনও তারা আধাঘণ্টা দেরিতে সংবাদ সম্মেলনে আসেন। টানা দুই দিনের এই আচরণের পর অবশেষে উপস্থিত ক্রীড়া সাংবাদিকরা সংবাদ সম্মেলন একযোগে বয়কট করার ঘোষণা দেন।

জানা গেছে, সাংবাদিকরা বিসিবির এমন আচরণের বিরুদ্ধে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা ও অংশগ্রহণের দাবি জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন