- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে যুক্ত হলেন করপোরেট জগতের পরিচিত মুখ ও ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁকে কাউন্সিলর হিসেবে মনোনীত করে বিসিবিকে চিঠি দিয়েছে। এর মাধ্যমে ২৫ সদস্যের বিসিবি বোর্ড এখন পূর্ণাঙ্গ রূপ পেল।
এনএসসি মনোনীত কাউন্সিলর হিসেবে সাধারণত দুজন সদস্য বিসিবি পরিচালনা পর্ষদে থাকেন। নির্বাচনের পর প্রথম মনোনয়নকে ঘিরে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছিল, বিশেষ করে ইসফাক আহসানকে মনোনীত করার পর তার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত তাঁর পদত্যাগের পর রুবাবা দৌলাকে ওই পদে আনা হয়।
রুবাবা দৌলা বাংলাদেশের করপোরেট অঙ্গনের অন্যতম সফল নারী নির্বাহী। বর্তমানে তিনি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি টেলিকম খাতে গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন।
করপোরেট পরিচয়ের বাইরেও রুবাবা দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।
গ্রামীণফোনে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বেই গ্রামীণফোন জাতীয় দলের প্রধান স্পনসর হিসেবে যুক্ত ছিল এবং বিসিবির সঙ্গে যৌথভাবে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি স্থাপনে উদ্যোগ নেয়।
রুবাবা দৌলার বিসিবিতে যোগদান নারী নেতৃত্বের এক ইতিবাচক প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। করপোরেট ও ক্রীড়া প্রশাসনের অভিজ্ঞতার মেলবন্ধন বিসিবির নীতি নির্ধারণ ও কৌশলগত উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।
আজ বিকেলে অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের বৈঠকে রুবাবা দৌলার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তাঁর সঙ্গে এনএসসি মনোনীত অপর কাউন্সিলর হিসেবে যোগ দিচ্ছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
বাংলাদেশ ক্রিকেটে নারী নেতৃত্বের এই নতুন সংযোজন আগামী দিনে বোর্ডের সিদ্ধান্ত ও দিকনির্দেশনায় কী প্রভাব ফেলে, সেটিই এখন সময়ের অপেক্ষা।