- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের নিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। জেলা ও বিভাগীয় এডহক কমিটি থেকে কাউন্সিলর চূড়ান্ত মনোনয়ন দেয়ার আগে বিসিবি সভাপতি পাঠানো চিঠি অবৈধ ঘোষণা চাওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হাইকোর্টে দ্বৈত বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে। রিটের মাধ্যমে টাঙ্গাইলের তপন, লক্ষীপুরের কামরুল, গোপালগঞ্জের খসরু ও রাজবাড়ীর দুলাল অভিযোগ করেছেন, নির্বাচনের প্রক্রিয়ায় অ্যাডহক কমিটি থেকে মনোনয়নপ্রাপ্ত কাউন্সিলরের আবেদন বাতিল করে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
রিটে উল্লেখ করা হয়েছে, অ্যাডহক কমিটি বাইরে থেকে কাউন্সিলর মনোনয়ন চাওয়ার ক্ষমতা বিসিবি সভাপতির নেই। তবে এর পর ৫৩টি ফর্ম জমা পড়েছে, যেখানে কয়েকটি জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির বাইরে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে। বিদ্যমান গঠনতন্ত্রের ১২.৭ ধারায় নতুন করে কাউন্সিলর পাঠানোর কোনো সুযোগ নেই।