Tuesday, October 14, 2025

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে হারিস রউফের ‘৬-০’ ভঙ্গিতে উত্তেজনা, হ্যান্ডশেক হয়নি ম্যাচ শেষে


ছবিঃ হারিস রউফ (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

রোববার (২২ সেপ্টেম্বর) এশিয়া কাপ সুপার ফোরে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। মাঠে ভারত পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে, তবে মাঠের বাইরে পাকিস্তানের পেসার হারিস রউফ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন।

ভারতের ইনিংস চলাকালে বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়েছিলেন হারিস রউফ। তখন ভারতের সমর্থকদের উসকানির জবাবে তিনি আঙুল তুলে ‘৬-০’ দেখান এবং এমন ভঙ্গি করেন যেন একটি বিমান উড়ছে এবং পরে ভেঙে পড়ছে। বিষয়টি পাকিস্তান বিমান বাহিনীর মে মাসের ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ অভিযানের সঙ্গে যুক্ত। ওই অভিযানে পাকিস্তান দাবি করেছিল ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, যার মধ্যে কিছু রাফাল বিমানও ছিল।

হারিস রউফের এই আচরণের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়। পাকিস্তানি সমর্থকরা এটিকে সাহসী ও গৌরবের প্রতীক হিসেবে দেখেছেন, আর ভারতীয় সমর্থকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল দুই দলের মধ্যে হ্যান্ডশেক না হওয়া। কোনো দলই হাত মেলেনি, যা সামাজিকভাবে খেলোয়াড়দের মানসিকতা নিয়ে সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন