Monday, January 19, 2026

বিসিবি পরিচালক নাজমুলের মন্তব্যে ক্রিকেট অচলাবস্থা, পদত্যাগ না হলে মাঠে নামছে না ক্রিকেটাররা


ছবিঃ পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের আলটিমেটাম। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের এক মন্তব্যকে কেন্দ্র করে দেশের ক্রিকেটে গুরুতর সংকট তৈরি হয়েছে। তাঁর বক্তব্যকে অসম্মানজনক ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে পদত্যাগের দাবি জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। নির্ধারিত সময়ের মধ্যে কোনো ঘোষণা না আসায় ক্রিকেটাররা কঠোর কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এরই মধ্যে বিপিএলের নির্ধারিত দিনের প্রথম ম্যাচ শুরু হওয়ার সময় পেরিয়ে গেলেও কোনো দল মাঠে না নামায় টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিপিএলের ছয়টি দলের ক্রিকেটাররা রাজধানীর একটি হোটেলে একত্র হতে শুরু করেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন।

কোয়াব সূত্রে জানা গেছে, আজ দুপুরে সংগঠনের পক্ষ থেকে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে পরবর্তী কর্মসূচি জানানো হতে পারে।

এই সংকটের সূত্রপাত হয় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের এক মন্তব্যের পর। বিশ্বকাপে খেলতে না পারলে ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্রিকেটাররা না খেললে বোর্ডের কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতিগ্রস্ত হবেন ক্রিকেটাররাই। তিনি আরও বলেন, ক্রিকেটাররা মাঠে নামলেই ম্যাচ ফি ও বোনাস পান—এটাই বাস্তবতা।

নাজমুলের এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ক্রিকেটাররা। তাঁদের মতে, একজন বোর্ড পরিচালক এমন ভাষা ব্যবহার করতে পারেন না। কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, এ ধরনের মন্তব্য ক্রিকেটারদের সম্মান ক্ষুণ্ন করেছে। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নাজমুল পদত্যাগ না করলে ক্রিকেটাররা বিপিএলের ম্যাচে অংশ নেবেন না—এ সিদ্ধান্ত আগেই জানানো হয়েছিল।

নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কোনো সমাধান না আসায় ক্রিকেটাররা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মাঠে না নামার সিদ্ধান্ত কার্যকর করেন। এতে বিপিএলের মতো বড় একটি টুর্নামেন্ট স্থবিরতার মুখে পড়েছে।

বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে এবং বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে টানাপোড়েন চলছেই। এই অচলাবস্থা নিরসনে বিসিবির পক্ষ থেকে এখনো কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। কোয়াবের সংবাদ সম্মেলন থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা আসবে কি না, সে দিকেই এখন দেশের ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন