- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলভক্তদের আগ্রহ নতুন এক রেকর্ড সৃষ্টি করেছে। ফিফা জানিয়েছে, র্যান্ডম সিলেকশন ড্রয়ের আওতায় টিকিট কেনার সুযোগ পেতে মাত্র এক মাসের কিছু বেশি সময়ে ৫০ কোটিরও বেশি আবেদন জমা পড়েছে।
ফিফার তথ্য অনুযায়ী, গত ১১ ডিসেম্বর ২০২৫ থেকে ১৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ৩৩ দিনে বিশ্বকাপের টিকিটের জন্য অর্ধ বিলিয়নের বেশি আবেদন গ্রহণ করা হয়। আবেদনকারীর সংখ্যার দিক থেকে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো শীর্ষ অবস্থানে রয়েছে।
ফিফা কর্তৃপক্ষের মতে, বিশ্বকাপের ইতিহাসে এ ধরনের বৈশ্বিক সাড়া আগে কখনো দেখা যায়নি। এ বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “অল্প সময়ের মধ্যে এত বিপুলসংখ্যক আবেদন শুধু টিকিটের চাহিদাই প্রকাশ করে না, এটি ফুটবলের প্রতি বিশ্বব্যাপী মানুষের আবেগ ও উন্মাদনার প্রতিফলন। এই অসাধারণ সাড়ার জন্য বিশ্বের ফুটবলপ্রেমীদের ধন্যবাদ।”
জানা গেছে, র্যান্ডম ড্রয়ের মাধ্যমে নির্বাচিত আবেদনকারীরা টিকিট কেনার সুযোগ পাবেন। যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের আগামী ৫ ফেব্রুয়ারির আগেই ই-মেইলের মাধ্যমে জানানো হবে। তবে ফিফা স্পষ্ট করেছে, ম্যাচের টিকিট পাওয়ার অর্থ আয়োজক দেশে প্রবেশের নিশ্চয়তা নয়; ভিসা ও অভিবাসনসংক্রান্ত বিধিনিষেধ সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী আলাদাভাবে প্রযোজ্য হবে।
২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে চারটি গ্রুপ পর্বের ম্যাচের পাশাপাশি একটি রাউন্ড অব ৩২ ম্যাচ ও একটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব ম্যাচ ঘিরে ওই ভেন্যুতে খেলা দেখার আগ্রহ থেকেই বিপুলসংখ্যক দর্শক টিকিটের জন্য আবেদন করেছেন বলে ধারণা করা হচ্ছে।
এখন আবেদনকারীদের অপেক্ষায় থাকতে হবে র্যান্ডম ড্রয়ের ফলাফলের জন্য। বিপুল সংখ্যক আবেদন থেকে যাঁরা নির্বাচিত হবেন, তাঁরাই ২০২৬ ফিফা বিশ্বকাপের মাঠে বসে সরাসরি খেলা দেখার সুযোগ পাবেন।