Monday, January 19, 2026

বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত


ছবি: রাজশাহী ওয়ারিয়র্স (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে রাজশাহী ওয়ারিয়র্সের নেতৃত্বে থাকছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পদ্মাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটি তাঁর কাঁধেই অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স।

ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল ফেসবুক পেজে শান্তকে ঘিরে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, তাঁর নেতৃত্বে দল আত্মবিশ্বাস ও শৃঙ্খলার সঙ্গে মাঠে নামবে এবং জয়ের লক্ষ্যে এগিয়ে যাবে। রাজশাহী কর্তৃপক্ষ শান্তকে দলের জন্য গর্বের প্রতীক হিসেবেও উল্লেখ করেছে।

দলে অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয় থাকায় অধিনায়ক কে হবেন, তা নিয়ে সমর্থকদের মধ্যে কৌতূহল ছিল। নাজমুল হোসেন শান্ত ছাড়াও স্কোয়াডে রয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং তরুণ ক্রিকেটার আকবর আলী। শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটি শান্তকেই নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রাজশাহী ওয়ারিয়র্সের কোচের দায়িত্ব পালন করছেন সাবেক জাতীয় ক্রিকেটার হান্নান সরকার। তাঁর তত্ত্বাবধানে নতুন অধিনায়কের নেতৃত্বে দল কতটা সফল হতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে বিপিএলের দ্বাদশ আসরের। উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন