- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে সিলেট টাইটান্স। বৃহস্পতিবার (১ জানুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে পরাজিত করে গুরুত্বপূর্ণ এই জয় পায় দলটি। ম্যাচ শেষে এই জয় সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি উৎসর্গ করার ঘোষণা দেয় সিলেট টাইটান্স।
ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রদ্ধা ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে ঢাকার বিপক্ষে অর্জিত এই জয় খালেদা জিয়ার স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। দলটির মতে, এই জয় শুধু একটি ম্যাচ জয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ঐক্য, বিশ্বাস ও ধৈর্যের প্রতিফলন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই পারফরম্যান্স ভবিষ্যতের ম্যাচগুলোতে ধারাবাহিকতা ধরে রেখে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার আত্মবিশ্বাস আরও বাড়াবে। মাঠের ভেতর ও বাইরে দলের সবাইকে অনুপ্রাণিত রাখাই সিলেট টাইটান্সের মূল লক্ষ্য।
এছাড়াও সিলেট টাইটান্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে খালেদা জিয়ার ছবি প্রকাশ করে ঢাকার বিপক্ষে জয়টি তাঁকে উৎসর্গ করার বিষয়টি নিশ্চিত করে।
তিনটি ম্যাচ খেলে দুটি জয় ও একটি পরাজয়ে চার পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে সিলেট টাইটান্স।