- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
আসন্ন আইপিএলের মাঠের লড়াই শুরু হওয়ার আগেই মাঠের বাইরের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ভারতের ভেতরে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি, যা টুর্নামেন্ট আয়োজক ও সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ কোটি টাকার বেশি। একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে নিলামে দল পাওয়ায় তাঁকে ঘিরে কেকেআরের পরিকল্পনাও ছিল বেশ বড় পরিসরের।
তবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের কিছু ধর্মীয় সংগঠনের কড়া অবস্থান পরিস্থিতিকে জটিল করে তুলেছে। মধ্যপ্রদেশের উজ্জয়ন শহরের কয়েকজন প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন, মোস্তাফিজকে মাঠে নামানো হলে তাঁরা ম্যাচে বাধা সৃষ্টি করবেন। এমনকি স্টেডিয়ামে প্রবেশ করে বিক্ষোভ বা মাঠের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার মতো বক্তব্যও এসেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এ অবস্থায় মোস্তাফিজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও কেকেআর কর্তৃপক্ষের সামনে বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইপিএলের ম্যাচগুলো ভারতের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হওয়ায় প্রতিটি ভেন্যুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে উঠতে পারে।
অন্যদিকে, মোস্তাফিজের টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, জাতীয় দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে আইপিএলের শুরুর দিকের কিছু ম্যাচে এই পেসারকে নাও পাওয়া যেতে পারে।
সব মিলিয়ে, মাঠে নামার আগেই মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতি আইপিএলের আলোচনাকে ভিন্ন মাত্রা দিয়েছে। এখন দেখার বিষয়, নিরাপত্তা ও কূটনৈতিক সংবেদনশীলতা সামলে আয়োজকরা কীভাবে এই জটিল পরিস্থিতির সমাধান করে।