Tuesday, October 14, 2025

'বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার' ট্রায়াল শুরু: প্রবাসীদের জাতীয় দলে খেলার স্বপ্ন কি পূরণ হবে?


ছবি :বাফুফের ট্রায়ালে অংশ নিতে আসা ফুটবলাররা(সংগৃহীত: এন টিভি)

লাল-সবুজের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে দেশের বাইরে থাকা ফুটবলাররা আজ জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফ)-এর 'বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার' ট্রায়ালে অংশ নিয়েছেন। তবে তিন দিনের এই ট্রায়ালের চূড়ান্ত ফলাফল নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হওয়ায় তাদের স্বপ্ন পূরণের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।

আজ শনিবার থেকে শুরু হওয়া এই ট্রায়াল চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। ১৪টি দেশ থেকে আসা ৪৮ জন ফুটবলার, যাদের বয়স ১৪ থেকে ২৭ বছরের মধ্যে, এতে অংশ নিচ্ছেন। ট্রায়াল শেষে তাদের মধ্য থেকে সম্ভাবনাময়ী ফুটবলারদের বাছাই করার কথা রয়েছে।

বাফুফের এই উদ্যোগকে দেশের ফুটবলের জন্য একটি আশাব্যঞ্জক এবং যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে, প্রশ্ন উঠেছে যে, এই তিন দিনের ট্রায়ালের চূড়ান্ত ফলাফল আদৌ প্রকাশিত হবে কিনা, তা নিয়ে। এই অনিশ্চয়তা প্রবাসী ফুটবলারদের মনে সংশয় তৈরি করেছে, যারা জাতীয় দলে খেলার আকাঙ্ক্ষা নিয়ে দূর দেশ থেকে এসেছেন।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন