- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বাংলাদেশ সংক্রান্ত জটিলতা নিরসনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সন্তোষজনক সমাধান দিতে ব্যর্থ হলে আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পুনর্বিবেচনার পথে হাঁটতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের গণমাধ্যমের বরাতে জানা গেছে, পরিস্থিতির অবনতি হলে শেষ পর্যন্ত বিশ্বকাপে না খেলার সম্ভাবনাও বিবেচনায় রাখা হচ্ছে। এ কারণে পিসিবির টিম ম্যানেজমেন্টকে বিকল্প পরিকল্পনা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
পিসিবি সূত্রের দাবি, কোনো দেশ আয়োজক হওয়ার সুবিধা নিয়ে অন্য দেশের ওপর চাপ সৃষ্টি বা পরোক্ষ হুমকি দেওয়া সমর্থনযোগ্য নয়। বোর্ডের মতে, আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে সব দেশের নিরাপত্তা ও স্বার্থকে সমান গুরুত্ব দিতে হবে।
এদিকে বাংলাদেশের ভেন্যু সংক্রান্ত সমস্যা সমাধানের উদ্দেশ্যে শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। তিনি বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠক করেন। একই সঙ্গে অনলাইনে যুক্ত ছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। ভিসা জটিলতার কারণে তিনি সরাসরি উপস্থিত থাকতে পারেননি।
বৈঠকে বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা হলেও ভারত সফর সংক্রান্ত সিদ্ধান্তে অনড় থাকে বিসিবি। আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল গ্রুপ বিন্যাস পরিবর্তনের সম্ভাবনা। বিশেষ করে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ অদলবদল নিয়ে মতবিনিময় হয়। বৈঠক শেষে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, লজিস্টিক পরিবর্তন সীমিত রেখে বিষয়টি সহজ করার উপায় হিসেবে বাংলাদেশকে অন্য গ্রুপে নেওয়ার সম্ভাবনা বিবেচনায় আনা হয়েছে।
অন্যদিকে, ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের কাছে আশ্বাস দেওয়া হয়েছে যে নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন হবে না। তিনি বলেন, আয়ারল্যান্ড দল নির্ধারিত অনুযায়ী শ্রীলঙ্কাতেই গ্রুপ পর্বের ম্যাচ খেলবে।
সব মিলিয়ে বাংলাদেশ ইস্যুতে আইসিসির সিদ্ধান্ত ঘিরে অনিশ্চয়তা বাড়ছে। এই পরিস্থিতি বিশ্বকাপের প্রস্তুতি ও অংশগ্রহণকারী দেশগুলোর পরিকল্পনায় নতুন করে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।