- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ক্রিস্টিয়ানো রোনালদো যে অভিযোগ তুলেছিলেন, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন আয়ারল্যান্ড কোচ হেইমির হালগ্রিমসন। তিনি বলেছেন, রোনালদোর বহিষ্কার হওয়ার পেছনে কোচিং স্টাফ কারও ভূমিকা নেই, বরং খেলোয়াড়ের নিজের আচরণই তাকে শাস্তির মুখে ফেলে দিয়েছে।
গত বৃহস্পতিবার ডাবলিনে অনুষ্ঠিত ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে মাঠ ছাড়ে পর্তুগাল। ম্যাচের দ্বিতীয়ার্ধে উত্তেজনার মুহূর্তে রোনালদো আয়ারল্যান্ড ডিফেন্ডার দারা ও'শিয়ার পিঠে কনুই মেরে বসেন। VAR পর্যালোচনার পর রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান—যা তার জাতীয় দলের হয়ে ২২৬ ম্যাচে প্রথম।
রোনালদো ম্যাচের আগে দাবি করেন, আয়ারল্যান্ড কোচ নাকি রেফারিদের কাছে তাকে নিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু হালগ্রিমসন তা অস্বীকার করে বলেন,
“ওটা পুরোপুরি তার মাঠের আচরণের ফল। আমি যদি সত্যিই তার মাথায় ঢুকে থাকি, সেটাই তাহলে বিস্ময়ের। অন্য কোনো ভূমিকা আমার নেই।”
আয়ারল্যান্ড কোচ আরও বলেন, রোনালদোর এই আচরণ “এক মুহূর্তের বোকামি” ছাড়া কিছু নয়।
লাল কার্ড পাওয়ায় কমপক্ষে এক ম্যাচ নিষিদ্ধ হবেন রোনালদো। তবে ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী গুরুতর বিপজ্জনক খেলায় নিষেধাজ্ঞা দুই ম্যাচ বা তার বেশি হতে পারে।
অন্যদিকে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ সিদ্ধান্তটিকে কিছুটা কঠোর বলে মন্তব্য করেন। তার ভাষায়,
“যা দেখা যাচ্ছে তার চেয়ে ঘটনাটি আসলে কম গুরুতর ছিল। ৬০ মিনিট ধরে তাকে টানা ধাক্কাধাক্কি করা হচ্ছিল। সে শুধু জায়গা বের করার চেষ্টা করেছিল।”
তবে ক্যামেরার অ্যাঙ্গলে ঘটনাটি ‘কনুই মারা’ মনে হওয়ায় রেফারির সিদ্ধান্ত মানতে হয়েছে বলে জানান মার্টিনেজ।
প্রসঙ্গত, গ্রুপ–এফ–এর শীর্ষে থাকা পর্তুগাল ইতোমধ্যে প্লে–অফ নিশ্চিত করেছে। আয়ারল্যান্ড রয়েছে তৃতীয় স্থানে। শেষ রাউন্ডে পর্তুগাল মুখোমুখি হবে আর্মেনিয়ার, আর আয়ারল্যান্ড যাবে হাঙ্গেরির মাঠে।