- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
আসন্ন ২০২৬ বিশ্বকাপের জন্য ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস ২২টি জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন জার্সি, যা পরেই লিওনেল স্ক্যালোনির নেতৃত্বাধীন দল বিশ্বকাপে মাঠে নামবে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইতিহাস, উদ্ভাবন এবং অতীত অর্জনের প্রতি শ্রদ্ধার ছাপ রয়েছে লিওনেল মেসির এই নতুন জার্সির ডিজাইনে। গতকাল আনুষ্ঠানিকভাবে জার্সিগুলো উন্মোচন করা হয়।
নতুন জার্সিতে তিনবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার ঐতিহ্য ফুটে উঠেছে। ঐতিহ্যবাহী লম্বা ডোরাগুলোতে আকাশি নীল রঙের তিনটি ছোঁয়া রাখা হয়েছে, যা ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের বিশ্বকাপ জয়ের জার্সি থেকে অনুপ্রাণিত। ঘাড়ের পেছনে খোদাই করা হয়েছে ‘১৮৯৩’—যে বছর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রতিষ্ঠিত হয়। বুকের সোনালি প্যাঁচ ২০২২ সালের কাতারের বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে রাখা হয়েছে।
আর্জেন্টিনার নতুন জার্সির প্রধান মডেল ছিলেন কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি। অ্যাডিডাসের ওয়েবসাইট ও নির্দিষ্ট দোকানে নতুন জার্সি আজ থেকে পাওয়া যাবে। জার্সির দাম সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১৮০ ডলার (প্রায় ১২,০০০ থেকে ২২,০০০ টাকা) রাখা হয়েছে।
খেলোয়াড় সংস্করণের জার্সিতে ‘ক্লিমাকুল+’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা বায়ু চলাচল এবং ঘাম শোষণকে আরও কার্যকর করে। এছাড়া জার্মানি, স্পেন, ইতালি, জাপান, মেক্সিকো ও কলম্বিয়াসহ ফুটবলের বড় দলগুলোর জার্সিও অ্যাডিডাস উন্মোচন করেছে। অ্যাডিডাসের লক্ষ্য ছিল ‘ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ ঘটানো’।
আর্জেন্টিনার নতুন জার্সিতে অভিষেক হবে আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে, যা বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হবে। জার্মানির জন্য এটি অ্যাডিডাসের শেষ জার্সি হবে, কারণ ২০২৭ সাল থেকে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নতুন করে নাইকির সঙ্গে জুটি বাঁধবে।