- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্ট: PNN
ইরান আগামী সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপ ফাইনাল ড্র-এ অংশ নেবে না, এমন ঘোষণা দিয়েছে ইরানের ফুটবল ফেডারেশন। এ সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধি দলের কয়েকজন সদস্যকে ভিসা দেয়নি।
ইরান ফুটবল ফেডারেশনের মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, “আমরা ফিফাকে জানিয়েছি যে এই সিদ্ধান্তগুলো খেলাধুলার সঙ্গে সম্পর্কিত নয়। তাই ইরানি প্রতিনিধি দল বিশ্বকাপ ড্র-এ অংশগ্রহণ করবে না।”
ইরানি স্পোর্টস ওয়েবসাইট ভারজেশ ৩ জানিয়েছে, ভিসা না দেওয়ার তালিকায় ছিলেন ফেডারেশনের সভাপতি মেহদি তাজ সহ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য। বৃহস্পতিবার মেহদি তাজ এই সিদ্ধান্তকে রাজনৈতিক প্রেক্ষাপটের সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, “আমরা ফিফা প্রধান জিয়ানি ইনফান্তিনোকে জানিয়েছি এটি সম্পূর্ণ রাজনৈতিক অবস্থান, এবং ফিফাকে যুক্তরাষ্ট্রকে এই আচরণ থেকে বিরত থাকার নির্দেশ দিতে হবে।”
তবে ভিসা পাওয়ার বিষয়ে কিছু সদস্যের ভাগ্য কিছুটা আলাদা। ভারজেশ ৩ জানিয়েছে, কোচ আমির গালেনোইসহ চারজন সদস্য ৫ ডিসেম্বরের ড্র-এ অংশগ্রহণের জন্য ভিসা পেয়েছেন।
ইরান মার্চে ২০২৬ সালের বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে, যা তাদের চতুর্থ ধারাবাহিক এবং সপ্তমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে। ইরানের এখনো কোনোবারই নকআউট পর্বে পৌঁছাতে পারেনি, তবে ১৯৯৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপে তারা যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল। এরপর ২০২২ সালে আমেরিকা ইরানকে ১-০ গোলে পরাজিত করে প্রতিশোধ নিয়েছিল।
যুক্তরাষ্ট্র, যে কানাডা ও মেক্সিকোর সঙ্গে সহ-আয়োজক, ইরানের সঙ্গে চার দশকের বেশি সময় ধরে রাজনৈতিক ও কূটনৈতিক দ্বন্দ্বে রয়েছে। এপ্রিল থেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উচ্চ পর্যায়ের পারমাণবিক আলোচনা চলছিল। তবে, জুনে ইসরায়েল ইরানকে লক্ষ্য করে এক বিস্ময়কর বোমা হামলা চালায়, যা ১২ দিনের সংঘাতের সূচনা করে এবং যুক্তরাষ্ট্রও এতে সাময়িকভাবে অংশ নেয়, মূল ইরানি পারমাণবিক সুবিধাগুলোতে হামলা চালিয়ে।
ইরানি ফুটবল ভক্তরা এখনো বিশ্বকাপ ড্রয়ে দলকে অংশগ্রহণ করতে না পারায় হতাশ।