Tuesday, October 14, 2025

আইসিসির নজরে সুব্রায়েন, দক্ষিণ আফ্রিকা পেলো বড় ধাক্কা


ছবিঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা (সংগৃহীত)

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯৮ রানের রেকর্ড জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে এই খুশির মধ্যে এসেছে দুঃসংবাদ। অভিষিক্ত স্পিনার প্রেনেলান সুব্রায়েনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচের দুই আম্পায়ার, ফলে তাকে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

প্রথম ওয়ানডেতে সুব্রায়েন ১০ ওভারে ৪৬ রানে ১ উইকেট শিকার করেছিলেন। ম্যাচ চলাকালীনই আম্পায়ার ক্রিস গ্যাফানি ও স্যাম নগাস্কি তার বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন। নিয়ম অনুযায়ী, সুব্রায়েনকে আইসিসির অনুমোদিত ল্যাবে ১৪ দিনের মধ্যে অ্যাকশন পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত তিনি বোলিং করতে পারবেন, তবে দলের কোচ এবং বোর্ডের সিদ্ধান্তে তাকে খেল থেকে দূরে রাখা হয়েছে মানসিক চাপ কমানোর জন্য।

দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড বলেন, “নিয়ম অনুযায়ী পরীক্ষার আগে পর্যন্ত খেলতে কোনো বাধা নেই। তবে আমরা মনে করি, তাকে অপ্রয়োজনীয় আলোচনার বাইরে রেখে মানসিকভাবে স্থিতিশীল রাখা গুরুত্বপূর্ণ। যত দ্রুত সম্ভব আমরা ব্রিসবেনে তার পরীক্ষা করানোর পরিকল্পনা করছি।”

চলমান সিরিজে দক্ষিণ আফ্রিকা বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। আগামীকাল (শুক্রবার) ম্যাকাইতে দ্বিতীয় ওয়ানডে, এবং ২৪ আগস্ট তৃতীয় ও শেষ ওয়ানডেতে তারা আবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন