- ১৩ অক্টোবর, ২০২৫
সাফ অনূর্ধ্ব–১৭ নারী চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করল বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিয়েছে লাল–সবুজের মেয়েরা। দলের হয়ে জোড়া গোল করেছেন আলপি আক্তার এবং অপর গোলটি করেছেন সুরভী আকন্দ প্রীতি।
ভুটানের রাজধানী থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। একের পর এক আক্রমণে ভুটানের ডিফেন্স ও গোলরক্ষককে ব্যস্ত রাখলেও গোলের দেখা মিলছিল না। অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে দলকে এগিয়ে দেন সুরভী আকন্দ প্রীতি।
বিরতির পর আরও আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। ৫৪তম মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। তবে ৬১ মিনিটে গোলরক্ষকের ভুলে ব্যবধান কমায় ভুটান। গোলটি করেছিল রিনজিন দেমা চোডেন।
তবে বাংলাদেশের মেয়েরা প্রতিপক্ষকে ম্যাচে ফিরতে দেননি। মাত্র চার মিনিট পর কর্নার থেকে তৈরি হওয়া জটলা কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আলপি। ফলে ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলেও জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
বাংলাদেশের মেয়েরা এখন বেশ আত্মবিশ্বাসী দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে। আগামী ২২ আগস্ট শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচেই অনেকটা স্পষ্ট হয়ে যাবে সেমিফাইনালের সমীকরণ।