Monday, January 19, 2026

আইএল টি-টোয়েন্টিতে দাপট দেখিয়ে দেশে ফিরছেন তাসকিন–মোস্তাফিজ


ছবিঃ তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) চোখে পড়ার মতো পারফরম্যান্স শেষে আজ দেশে ফিরছেন বাংলাদেশের তারকা দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সামনে রেখে দেশের ক্রিকেটে যোগ দিতে টুর্নামেন্টের লিগ পর্ব শেষ করেই তারা আমিরাত ছাড়ছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লিগ পর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল মোস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস ও তাসকিনের শারজা ওয়ারিয়র্স। এই ম্যাচ দিয়েই মূলত আইএল টি-টোয়েন্টিতে তাদের এবারের অধ্যায় শেষ হয়।

দেশে ফেরার পথে বিমানে মোস্তাফিজের সঙ্গে তোলা একটি সেলফি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন তাসকিন আহমেদ। সেখানে তিনি জানান, বিপিএলে নিজের সেরাটা দিতে তিনি রোমাঞ্চিত ও প্রস্তুত।

এবারের আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজুর রহমান ছিলেন দুর্দান্ত ছন্দে। ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমি রেটে ১৫টি উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় উঠে এসেছেন। ২১ ডিসেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গালফ জায়ান্টসের বিপক্ষে এক ওভারে তিনটি উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়ার কৃতিত্বও অর্জন করেন তিনি। তার স্লোয়ার ও কাটার বিশ্বমানের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে ছন্দ ফিরে পেয়ে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফ নিশ্চিত করায় বড় ভূমিকা রাখেন এই বাঁহাতি পেসার।

অন্যদিকে শারজা ওয়ারিয়র্সের হয়ে তাসকিন আহমেদ ৬ ম্যাচে ৯টি উইকেট শিকার করেন। পরিসংখ্যানের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও তার বোলিংয়ের আগ্রাসন ছিল স্পষ্ট। ২০ ডিসেম্বর ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট নিয়ে তিনি নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২০০তম ম্যাচ স্মরণীয় করে রাখেন। এছাড়া আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে পাওয়ার প্লেতে তার স্পেল প্রশংসা কুড়ায়। যদিও ডেথ ওভারে রান খরচ হওয়ায় তার ইকোনমি দাঁড়িয়েছে ৮.৭৬, তবু দলের প্রধান পেস আক্রমণ হিসেবে দায়িত্ব সামলান তিনি।

পয়েন্ট টেবিলের বর্তমান চিত্রে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ডেজার্ট ভাইপার্স। মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করলেও তাসকিনের শারজা ওয়ারিয়র্স ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের নিচের দিকে। শারজার প্লে-অফে ওঠা এখন নির্ভর করছে শেষ ম্যাচের বড় জয় এবং অন্য একটি ম্যাচের ফলাফলের ওপর, যেখানে নেট রানরেটই চূড়ান্ত ফয়সালা এনে দেবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন