Tuesday, October 14, 2025

আফগানিস্তানকে ৩৯ রানে হারানোর পর নিজেকে সবচেয়ে বড় ফেভারিট বললেন হারিস রউফ


ছবিঃ হারিস রউফ (সংগৃহীত)

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৯ রানে হারানোর পর পাকিস্তানের বোলার হারিস রউফ নিজের দলের ওপর আস্থা জাহির করেছেন। শারহাজ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রউফ বলেন, “আমি কখনও আমাদের চেয়ে অন্য কোনো দলকে ফেভারিট মনে করি না। আসরাই সবচেয়ে বড় ফেভারিট।”

ম্যাচে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রউফ। মাত্র ৩১ রানে ৪ উইকেট তুলে দলকে বিজয়ের পথ দেখান তিনি।

রউফ বলেন, ত্রিদেশীয় সিরিজটি প্রস্তুতিমূলক সিরিজ হিসেবে দেখার ভুল হয়, “আমার কাছে কোনো আন্তর্জাতিক ম্যাচই প্রস্তুতির হতে পারে না। প্রতিটি ম্যাচেই চাপ থাকে। সেটাকে হালকাভাবে নেওয়া যায় না। আমাদের লক্ষ্য হচ্ছে দলের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারা।”

এভাবে রউফ দলের আত্মবিশ্বাস এবং প্রতিটি ম্যাচকে গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন