Friday, December 5, 2025

আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এর


ছবিঃ বাংলাদেশ ও আফগানিস্তান (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আফগানিস্তানের কাছে ১০২ রানে হেরে সিরিজে সমতায় ফিরে গেছে। প্রথম ওয়ানডেতে ডার্ক লুইস পদ্ধতিতে ৫ রানে জয় পেয়েছিল যুব টাইগাররা, কিন্তু দ্বিতীয় ম্যাচটি ভেজা আউফফিল্ডের কারণে পরিত্যক্ত হয়। তাই তৃতীয় ম্যাচে সিরিজে এগিয়ে যাওয়ার বড় সুযোগ ছিল স্বাগতিকদের সামনে।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বুধবার (৫ নভেম্বর) সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৫ রান করে। আফগান অধিনায়ক মাহবুব খান অপরাজিত ৬৮ রান করেন, উজাইরউল্লাহ নিয়াজাই ৩১ এবং ওসমান সাদাত ২৬ রান যোগ করেন। বাংলাদেশের পক্ষ থেকে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও আল ফাহাদ দুটি করে উইকেট নেন।

২৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই বিপাকে পড়ে। মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে দল। তবে চতুর্থ উইকেটে কালাম সিদ্দিকী ও রিজান হোসেন ৯৩ রানের জুটি গড়ে দলের ভরাডুবি কিছুটা ঠেকান। দুজনই অর্ধশতক পূর্ণ করেন। রিজান ৫০ বলে ৫৩ রানে আউট হওয়ার পর শুরু হয় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়।

শেষ ৩৫ রান করার সময়ে দলের ৭ উইকেট পড়ে যায়। কালাম সিদ্দিকী ৭৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭১ রানের ইনিংস খেলে আউট হন। জাওয়াদ আবরার ২৫ এবং অধিনায়ক তামিম ৯ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। আফগানদের পক্ষে যায়তুল্লাহ শাহীন ৪টি এবং ওয়াহিদউল্লাহ জাদরান ৩টি উইকেট নেন।

এই জয়ের মাধ্যমে আফগানিস্তান যুব দল তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরেছে ১-১ এ। সিরিজের চতুর্থ ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার, যেখানে নির্ধারিত হবে কোন দল এগিয়ে যাবে যুব সিরিজে। 

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন