Friday, December 5, 2025

২০২৫ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের তিন বোলারের সাফল্য উজ্জ্বল


ছবিঃ বাংলাদেশ টি-টোয়েন্টি টিম (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

২০২৫ সালের আন্তর্জাতিক টি-টোয়েন্টি পরিসংখ্যানের হিসাব বলছে, বাংলাদেশের বোলারদের জন্য এটি ভালো বছর। টেস্ট খেলার দেশগুলোর মধ্যে রিশাদ হোসেন এই মুহূর্তে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে উঠে এসেছেন। তার পাশাপাশি তালিকায় অবস্থান করছে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের নাম।

রিশাদ হোসেন ২১ ইনিংসে ২৬ উইকেট শিকার করেছেন, যা ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের সঙ্গে যৌথভাবে শীর্ষে রাখে। বোলিং ইকোনমি রেটের দিক থেকে রিশাদ (৮.৫০) হোল্ডারের (৮.৫৯) চেয়ে সামান্য ভালো। যদিও বোলিং গড়ের ক্ষেত্রে হোল্ডার এগিয়ে আছেন, তার গড় ২১, আর রিশাদের গড় ২৪.৩০।

যদি সমস্ত দেশকে একসাথে বিবেচনা করা হয়, তবে রিশাদের নাম সামান্য পিছিয়ে পড়ে। আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে বাহরাইনের রিজওয়ান বাট ২৯ ম্যাচে ৫০ উইকেট নিয়ে শীর্ষে থাকছেন। অস্ট্রিয়ার উমাইর তারিক ৪৮ উইকেট এবং আকিব ইকবাল ৪৩ উইকেট নিয়ে তার পরে অবস্থান করছেন। এই সামগ্রিক তালিকায় রিশাদ দশম স্থানে আছেন।

রিশাদ ও হোল্ডারের শীর্ষে থাকা অবস্থায় আরও পাঁচজন বোলার তাদের পেছনে নিশ্বাস ফেলছেন। পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজ, নিউজিল্যান্ডের জ্যাক ডাফি, জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা, এবং বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ (২৪ উইকেট, ১২ ইনিংস) ও মুস্তাফিজুর রহমান (২৩ উইকেট, ১৭ ইনিংস) রয়েছে তাদের মধ্যে।

বাংলাদেশি এই তিন বোলারের সামনে আরও সুযোগ রয়েছে। এফটিপি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ আরও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে, যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চলমান সিরিজের একটি ম্যাচ বাকি। এছাড়া নভেম্বর-ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

এভাবে বাংলাদেশের তিন বোলার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের জন্য নতুন মাত্রা যোগ করছেন এবং ভবিষ্যতে আরও সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন