- ১৩ অক্টোবর, ২০২৫
এলন মাস্কের স্পেসএক্সে মাত্র ১৪ বছর বয়সে প্রকৌশলী হিসেবে যোগ দেওয়া কাইরান কোয়াজি এবার নতুন চ্যালেঞ্জের খোঁজে কোম্পানিটি ছাড়লেন। মাত্র দুই বছরের পথচলা শেষে ১৬ বছর বয়সী এই প্রতিভাবান তরুণ যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান সিটাডেল সিকিউরিটিজে, যা বিশ্বের অন্যতম শীর্ষ হাই-ফ্রিকোয়েন্সি ট্রেডিং ফার্ম।
ব্যবসা বিষয়ক সাময়িকী বিজনেস ইনসাইডারকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়াজি জানান, তিনি এখন নিজের দক্ষতা আরও প্রসারিত করতে চান এবং ভিন্ন এক উচ্চ-চাপের কর্মপরিবেশে কাজের মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করতে আগ্রহী।
ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয় থেকে সর্বকনিষ্ঠ স্নাতক হিসেবে বের হওয়ার পর কোয়াজি স্পেসএক্সের স্টারলিংক ডিভিশনে কাজ করেন। সেখানে তিনি এমন সফটওয়্যার তৈরিতে যুক্ত ছিলেন, যা স্যাটেলাইট বিম নিয়ন্ত্রণ করে সারা বিশ্বের কোটি কোটি মানুষকে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা দিতে সহায়তা করেছে।
তবে এবার তিনি বেছে নিচ্ছেন ভিন্ন ক্ষেত্র—ফাইন্যান্স সেক্টর। কাইরানের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা কিংবা মহাকাশ প্রকল্পের মতো জটিলতার পাশাপাশি দ্রুত প্রতিক্রিয়া ও ফলাফলের সুযোগই তাকে সিটাডেল সিকিউরিটিজের দিকে টেনেছে।
তিনি বলেন, “কোয়ান্ট ফাইন্যান্স এআই গবেষণার মতোই বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ দেয়, তবে এর প্রভাব ও ফলাফল খুব অল্প সময়েই দেখা যায়। কয়েক দিনের মধ্যেই কাজের সাফল্য মাপা যায়, যা আমাকে অনুপ্রাণিত করেছে।”
বিশ্লেষকদের মতে, কাইরানের এই সিদ্ধান্ত দেখায় যে শীর্ষস্থানীয় এআই ল্যাব ও প্রযুক্তি কোম্পানির পাশাপাশি এখন ফাইন্যান্স খাতও প্রতিভাবান প্রকৌশলীদের আকর্ষণে প্রতিযোগিতা করছে।