Tuesday, October 14, 2025

১২ বছর পর আবার ফিফা বিশ্বকাপে খেলবে আলজেরিয়া


ছবিঃ আলজেরিয়া ফুটবল টিম (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

আলজেরিয়া ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। সোমবার আলজেরিয়ার উপকূলীয় শহর ওরানে অনুষ্ঠিত ম্যাচে সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়ে আফ্রিকার চতুর্থ দল হিসেবে বিশ্বকাপে খেলার পথ নিশ্চিত করেছে আলজেরিয়া। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে শেষ ষোলোতে জার্মানির কাছে হেরে বিদায় নেয় আলজেরিয়া। এবার এটি তাদের চতুর্থবারের বিশ্বকাপ।

ম্যাচে ১৯ মিনিটে রিয়াদ মাহেরাজ নিজের করা গোল দিয়ে আলজেরিয়াকে এগিয়ে নেন। ৭০ মিনিটে আমিন আমৌরার মাধ্যমে দুটি গোল করেন মাহেরাজ, যা আলজেরিয়ার জয় নিশ্চিত করে।

এবারের বিশ্বকাপ নিশ্চিত করা আফ্রিকার দলগুলো হল মরক্কো, তিউনিসিয়া, মিশর ও আলজেরিয়া। এছাড়া ইতিমধ্যে মোট ২০ দল তাদের যোগ্যতা নিশ্চিত করেছে, যেখানে স্বাগতিক দেশগুলো কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রও রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন