Tuesday, October 14, 2025

“সবচেয়ে শক্তিশালী” আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হোয়াসং-২০ উন্মোচন করল উত্তর কোরিয়া


ছবিঃ উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে শাসক দল ‘ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া’ (ডব্লিউপিকে)-এর প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে প্রদর্শিত হোয়াসং–২০ ক্ষেপণাস্ত্র(সংগৃহীত । আল জাজিরা/কেসিএনএ, রয়টার্সের মাধ্যমে)

আন্তর্জাতিক ডেস্ক | PNN 

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়াংয়ে শুক্রবার আয়োজিত সামরিক প্রর্দশনীতে দেশটির নেতা কিম জং উন “সবচেয়ে শক্তিশালী” আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) হোয়াসং-২০ উন্মোচন করেছেন, জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (KCNA)।

প্রর্দশনীতে দীর্ঘপরিসরের স্ট্র্যাটেজিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লঞ্চিং যানসহ দেশটির আধুনিক অস্ত্র প্রদর্শিত হলেও বিশেষ গুরুত্ব দেওয়া হয় হোয়াসং-২০ ICBM-কে, যা KCNA-এর বরাতে “সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক স্ট্র্যাটেজিক অস্ত্র ব্যবস্থা” হিসেবে বর্ণনা করা হয়েছে।

নতুন ক্ষেপণাস্ত্রটি ১১-অক্ষের লঞ্চার ট্রাকে স্থাপিত অবস্থায় প্রদর্শিত হয়। সামরিক বিশ্লেষকদের মতে, হোয়াসং-২০ একাধিক পারমাণবিক মাথা বহনের ক্ষমতা রাখার জন্য ডিজাইন করা হতে পারে, যা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বৃদ্ধি করবে।

প্রর্দশনীর পর কিম জং উন ভাষণে দেশটিকে “সমাজতান্ত্রিক শক্তির বিশ্বস্ত সদস্য” এবং “পশ্চিমের বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে স্বাধীনতার প্রাচীর” হিসেবে অভিহিত করেন।

এ অনুষ্ঠানে রাশিয়ার গুরুত্বপূর্ণ প্রতিনিধি দিমিত্রি মেদভেদেভ উপস্থিত ছিলেন। কিম ও মেদভেদেভ পারস্পরিক সহযোগিতা শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের যৌথ লক্ষ্য অর্জনের জন্য কাজ করার বিষয়ে আলোচনা করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন