Tuesday, October 14, 2025

যুক্তরাষ্ট্রের হুমকিতে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো


ছবি ভারত ও আমেরিকার পতাকা (সংগৃহীত)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও শুল্ক আরোপের ঘোষণার পরিপ্রেক্ষিতে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি আপাতত বন্ধ করে দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত চারটি প্রধান তেল পরিশোধন কোম্পানি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC), হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL), ভারত পেট্রোলিয়াম (BPCL) এবং ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস (MRPL)—এই চারটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গত এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে রাশিয়ার কাছ থেকে কোনো নতুন তেল আমদানির চুক্তি করেনি।

তেল আমদানি-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, রুশ তেলের ওপর মূল্য ছাড় কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের আরোপিত বা সম্ভাব্য শুল্কের আশঙ্কায় প্রতিষ্ঠানগুলো স্পট মার্কেট বা তাৎক্ষণিক কেনাবেচার বাজারে বিকল্প উৎসের তেল খুঁজছে।

রিপোর্ট অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো আবু ধাবির ‘মুরবান ক্রুড’ এবং পশ্চিম আফ্রিকার বাজার থেকে অপরিশোধিত তেল কেনার পরিকল্পনা করছে।

তবে প্রতিষ্ঠানগুলো ও ভারতের জ্বালানি মন্ত্রণালয় এ বিষয়ে কোনো সরকারি মন্তব্য দেয়নি।

রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো রাশিয়ার সঙ্গে লেনদেন কমালেও, বেসরকারি খাতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং নায়ারা এনার্জি এখনো রুশ তেলের বড় ক্রেতা হিসেবে রয়ে গেছে।

তবে ভারতের দৈনিক ৫২ লাখ ব্যারেল তেলের চাহিদার ৬০ শতাংশের বেশি এখনো এই চারটি রাষ্ট্রীয় কোম্পানির মাধ্যমেই পূরণ হয়, যা এ সিদ্ধান্তকে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ করে তোলে।

উল্লেখ্য, ১৪ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া শান্তিচুক্তিতে না এলে রুশ তেল আমদানিকারক দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এরই ধারাবাহিকতায় গত ৩০ জুলাই ট্রাম্প প্রশাসন ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি রুশ তেল কেনার জন্য অতিরিক্ত জরিমানা আরোপের ঘোষণা দেয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন