- ১৩ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক |PNN
যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও একাধিক প্রাণঘাতী হামলার প্রেক্ষাপটে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জরুরি অবস্থা ঘোষণার উদ্যোগ নিয়েছেন। সোমবার এক টেলিভিশন ভাষণে তিনি জানান, দেশ আক্রমণের শঙ্কা দেখা দিলে জনগণ, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সংবিধান অনুযায়ী বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ কূটনীতিকদের অবহিত করেন যে, মাদুরো একটি বিশেষ ডিক্রি স্বাক্ষর করেছেন, যা তাকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত ক্ষমতা প্রদান করবে। এই ক্ষমতার মাধ্যমে সেনাবাহিনীকে দেশের তেল শিল্প ও জনসেবামূলক খাতে সরাসরি কর্তৃত্ব দেওয়ার সুযোগ থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারিবিয়ান সাগরে আটটি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং এফ-৩৫ স্টেলথ ফাইটার মোতায়েন করেছেন। মার্কিন পক্ষ দাবি করছে, এটি মাদকবিরোধী অভিযান। তবে জাতিসংঘের তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের প্রধান উৎস নয়।
মার্কিন সামরিক বাহিনী ইতোমধ্যেই আন্তর্জাতিক জলসীমায় অন্তত তিনটি ছোট নৌকা ধ্বংস করেছে, যাতে ১৭ জন ভেনেজুয়েলান নিহত হয়েছে। কারাকাস সরকারের অভিযোগ, এটি কার্যত এক ঘোষণাবিহীন যুদ্ধ। আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও এই হামলাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন।
মাদুরো জোর দিয়ে বলেছেন, ভেনেজুয়েলা শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। তার স্বাক্ষরিত ডিক্রির মেয়াদ প্রথমে ৯০ দিন বলবৎ থাকবে এবং প্রয়োজনে আরও ৯০ দিন বাড়ানো যাবে।