Tuesday, October 14, 2025

যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা


গত শনিবার রাতের সময়ে যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার মধ্যে একটি ছিল ফোরদো। সেখানে ছয়টি বি-২ স্টেলথ বোমারু বিমান গিয়ে মোট ১২টি ‘বাংকার বাস্টার’ বোমা নিক্ষেপ করে। এই তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা।

এর পাশাপাশি, মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ইরানের নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় ৩০টি ‘টিএলএএম’ ক্রজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এছাড়াও, একটি বি-২ স্টেলথ বোমারু বিমান নাতাঞ্জে গিয়ে দুটি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তাদের যুদ্ধবিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে, যা ইরান-ইসরায়েল সংঘাতকে আরও তীব্র করেছে।

এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, "অধিকাংশ লক্ষ্য এখনও বাকি আছে। আজ রাতের হামলা ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে ধ্বংসাত্মক।"

ট্রাম্প আরও সতর্ক করেছেন, "যদি দ্রুত শান্তি প্রতিষ্ঠা না হয়, আমরা নিখুঁত লক্ষ্যভেদ ক্ষমতা ও গতিশীলতায় অন্য জায়গাগুলোতেও হামলা চালাব।"

শনিবার রাতের হামলার অন্যতম লক্ষ্য ছিল ফোর্দো, যা ইরানের দূরবর্তী পাহাড়ি এলাকায় অবস্থিত একটি গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং পারমাণবিক কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনো সেখানকার সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমানফাইল ছবি: রয়টার্স

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন