Tuesday, October 14, 2025

আলোচনায় ফেরার আহ্বানে প্রশ্ন ইরানের: ‘যেটা ছেড়ে আসিনি, সেখানে ফিরব কীভাবে?'


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে মন্তব্য করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যখন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, তখন ইউরোপীয় কর্মকর্তারা তাদের আলোচনায় ‘ফিরে আসতে’ বলছেন— অথচ ইরান তো আলোচনা ছাড়েইনি।

তিনি প্রশ্ন তোলেন, "যেখানে ইরান কখনোই আলোচনা থেকে বেরিয়ে আসেনি, সেখানে ফেরার প্রশ্নই বা আসে কীভাবে?"

আরাগচি লেখেন, “গত সপ্তাহে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা এগিয়ে নিচ্ছিলাম, কিন্তু ইসরায়েল সেটিকে নস্যাৎ করার চেষ্টা করেছে। আর এই সপ্তাহে, আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বসেছিলাম, তখন যুক্তরাষ্ট্র সেটি বাধাগ্রস্ত করেছে।”

তিনি আরও লেখেন, “তাহলে এখান থেকে আপনারা কী উপসংহার টানবেন? যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের জ্যেষ্ঠ প্রতিনিধি যখন বলেন ইরানকে আলোচনায় ফিরতে হবে, তখন প্রশ্ন ওঠে— এমন একটি প্রক্রিয়ায় ইরান কীভাবে ফিরবে, যেটি থেকে সে কখনো সরে আসেনি বা যেটি সে নস্যাৎ করেনি?”

এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “আমরা ইরানকে আহ্বান জানাচ্ছি— তারা যেন আলোচনার টেবিলে ফিরে আসে এবং চলমান সংকটের শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানে পৌঁছায়।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি; ফাইল ছবি: এএফপি/প্রথম আলো

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন