- ১৩ অক্টোবর, ২০২৫
ইসরায়েলের একটি গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিশ্লেষক মিরি আইসেন সিএনএন-কে বলেন, রোববার সকালে ইসরায়েল যে হামলা চালিয়েছে, তার লক্ষ্য ছিল ইরানের সেই ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো, যেগুলো কিছুক্ষণ আগেই ইসরায়েলের ওপর হামলা করেছিল। একইসাথে, এমন স্বল্প-পাল্লার অস্ত্র ধ্বংস করাও উদ্দেশ্য ছিল, যেগুলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ওপর হামলা চালাতে পারে।
মিরি আইসেন বলেন, “ইরান গত এক ঘণ্টায় যে হামলা চালিয়েছে, তা ছিল ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী আক্রমণ। এর কিছু অংশ আমরা ঠেকাতে পেরেছি, কিছু পারিনি। তাই এখন আমরা পাল্টা হামলা চালাচ্ছি—সরাসরি সেই লঞ্চারগুলোর ওপর, যেগুলো আমাদের লক্ষ্য করেছিল।”
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান হামলায় ইরানের খুজেস্তান প্রদেশে অবস্থিত দেজফুল বিমানঘাঁটিতে দুটি এফ-৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।
তারা আরও জানায়, “এই অভিযানে আটটি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে, যেগুলোর মধ্যে ছয়টি ইসরায়েলের দিকে হামলার জন্য প্রস্তুত অবস্থায় ছিল।”
এই সর্বশেষ হামলা শুরু হয় ইরান যখন প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর আগে, যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।
ক্ষেপণাস্ত্রের আঘাতে তেহরানে অবস্থিত এক আবাসিক ভবনের অবস্থা। ছবিঃ মাজিদ সাইদি / গেটি ইমেজ/ বি বি সি নিউজ বাংলা