Tuesday, October 14, 2025

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্কহার কমিয়ে ২০ শতাংশ করল ট্রাম্প প্রশাসন


ছবি: বাংলাদেশ ও আমেরিকার পতাকা (সংগৃহীত)

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্কহার কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) এই নতুন শুল্কহার ঘোষণা করা হয়। আদেশ অনুযায়ী, বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এই সিদ্ধান্তটি হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

এর আগে, গত এপ্রিল মাসে বাণিজ্য ঘাটতির কথা তুলে ধরে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করে। বাংলাদেশের ক্ষেত্রে তখন ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়, যা পরে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যুতে আলোচনার সুযোগ দিয়ে সময়সীমা নির্ধারণ করেছিল ৩১ জুলাই পর্যন্ত।

আলোচনার অংশ হিসেবে বাংলাদেশের একটি প্রতিনিধি দল সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করে এবং টানা তিন দিন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (USTR)-এর সঙ্গে বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। আলোচনা শেষে দুই পক্ষ যৌথ বিবৃতিতে নতুন শুল্কহার ঘোষণা করে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ এবং পাল্টা শুল্ক হিসেবে ২০ শতাংশ—মোট ৩৫ শতাংশ শুল্ক আরোপিত হবে।

উল্লেখ্য, ট্রাম্পের এই নির্বাহী আদেশে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ব্রাজিলসহ আরও কয়েক ডজন দেশের ওপর শুল্কহার নির্ধারণ করা হয়েছে। মিয়ানমারের ক্ষেত্রে এই হার সর্বোচ্চ ৪০ শতাংশ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন