Tuesday, October 14, 2025

যুদ্ধবিরতির প্রস্তুতি নয়, নতুন হামলার পরিকল্পনা করছে রাশিয়া: জেলেনস্কি


ছবিঃ ইউক্রেনের খেরসন অঞ্চলে ৮ আগস্ট ২০২৫ তারিখে ইউক্রেনীয় সৈনিকরা ট্যাংক ও বর্মযুক্ত যানবাহন পরিচালনা করছে (সংগৃহীত । ফারমিন টোরানো/আনাদলু )

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতি নয়, বরং ইউক্রেনে নতুন আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছেন। এমন পরিস্থিতিতে পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় শান্তি বৈঠকে বসতে যাচ্ছেন।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনের গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের প্রতিবেদন থেকে স্পষ্ট যে পুতিন শুক্রবারের ট্রাম্পের সঙ্গে বৈঠককে ব্যক্তিগত সাফল্য হিসেবে তুলে ধরতে চান এবং এরপরও আগের মতো যুদ্ধ চালিয়ে যাবেন।

তিনি আরও বলেন, “রাশিয়ার যুদ্ধ শেষে প্রস্তুতির কোনো ইঙ্গিত নেই। বরং তারা সেনা ও অস্ত্র এমনভাবে পুনর্বিন্যাস করছে যা নতুন আক্রমণের ইঙ্গিত দেয়। শান্তির জন্য কেউ প্রস্তুতি নিলে এভাবে কাজ করে না।”

ইউক্রেনের দক্ষিণ ফ্রন্টের মুখপাত্র ভ্লাদিস্লাভ ভোলোশিন জানিয়েছেন, রাশিয়া জাপোরিঝিয়া অঞ্চলে নতুন হামলার জন্য কিছু সেনা ইউনিট সরিয়ে নিচ্ছে।

এর আগে সোমবার জেলেনস্কি সতর্ক করে বলেন, রাশিয়াকে কোনো ছাড় দিলে তারা যুদ্ধ থামাবে না। “রাশিয়া হত্যাযজ্ঞ থামাতে রাজি নয়, তাই তাদের কোনো পুরস্কার বা সুবিধা দেওয়া উচিত নয়,” তিনি এক্স (পূর্বে টুইটার)-এ লিখেছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন