- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
মাত্র ১৬৬ রান লক্ষ্য নিয়ে মাঠে নামা বাংলাদেশ দল শুরুতেই ভালো সূচনা করেছিল, কিন্তু পরবর্তীতে একে একে বেশিরভাগ ব্যাটার আউট হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত ১৬ রানে হারতে হয়েছে তাদের।
টাইগারদের শুরুটা ছিল আশা জাগানিয়া। প্রথম ওভারের দ্বিতীয় বলেই তানজিদ তামিম ও সাইফ হাসান আকিল হোসেনকে ১ ছক্কা ও ১ চারে ১২ রান নিয়ে আক্রমণ শুরু করেন। তবে বিপত্তি ঘটে দ্বিতীয় ওভারে, যখন জেডেন সিলসের দ্বিতীয় বলেই তামিম রোমারিও শেফার্ডের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর একে একে প্যাভিলিয়নে ফিরলেন লিটন দাস, সাইফ, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ ও অধিনায়ক মুশফিকুর রহীম সোহান।
শুরুতেই ৫৭ রানে অর্ধেক ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের জয় কল্পনা করা কঠিন হয়ে পড়ে। এরপর দলীয় ৭৭ রানে তাওহিদ হৃদয়ও ফিরে গেলে দলের হার প্রায় নিশ্চিত হয়ে যায়। তবে, টাইগারদের জন্য একটি আশার আলো জ্বালান লোয়ার অর্ডারে ব্যাট করা বোলাররা।
তানজিম হাসান সাকিব ২৭ বল খেলে ৩৩ রান করেন, নাসুম আহমেদ ১৩ বলের ২০ রান করেন। তাসকিন আহমেদ ৮ বল খেলে ১০ রান এবং মোস্তাফিজুর রহমান ৮ বল খেলে ১১ রান করেন। এই লড়াইয়ের পরও বাংলাদেশ অলআউট হয় ১৪৯ রানে। টাইগারদের এই শেষ মুহূর্তের দৃষ্টিনন্দন ব্যাটিং দেখে একসময় মনে হচ্ছিল, তারা হয়তো জয় ছিনিয়ে আনতে পারে। তবে শেষ পর্যন্ত ১৬ রানে হেরে মাঠ ছাড়তে হয় তাদের।
এভাবে একটি আকর্ষণীয় লড়াই শেষ হলেও বাংলাদেশের ব্যাটিংয়ের দুর্বলতা আবারও প্রমাণিত হলো, বিশেষ করে শুরুর ব্যাটারদের ব্যর্থতায়। এখন শুধুমাত্র দলের উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, যাতে পরবর্তী ম্যাচে ভালো পারফরম্যান্স দেখানো যায়।