Friday, October 17, 2025

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা, দলে নতুন মুখ মাহিদুল ইসলাম


ছবিঃ বাংলাদেশ ক্রিকেট দল (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। সিরিজের জন্য ঘোষিত দলে কিছু পরিবর্তন করা হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে শেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম এবং বাঁহাতি স্পিনার নাহিদ রানা। একইভাবে, চোটের কারণে আফগানিস্তান সিরিজে দলে না থাকা উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাসও এবারও দলে জায়গা পাননি।

দলে ফিরেছেন সৌম্য সরকার, যিনি ভিসা জটিলতার কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে অংশগ্রহণ করতে পারেননি। এছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম। মাহিদুল এখন পর্যন্ত একটি টেস্ট ম্যাচ খেলেছেন এবং লিস্ট 'এ' ক্রিকেটে তার দারুণ পারফরম্যান্সের কারণে তিনি দলে স্থান পেয়েছেন। মাহিদুল ৯৬টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪ সেঞ্চুরির সাহায্যে ৩৪২৯ রান করেছেন, যার গড় ৪৪.৫৩।

সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর, যেখানে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ অক্টোবর। সবগুলো ম্যাচই ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা দেড়টায় শুরু হবে।

এছাড়া, ২৭, ২৯ ও ৩১ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের স্টেডিয়ামে।

দলে পরিবর্তন হলেও বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আশা করছেন, এই সিরিজে এক নতুন উদ্যম নিয়ে মাঠে নামবে টাইগাররা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন